Chandrakona News: ভালবাসার পরিনাম!
৩০ শে আগস্ট চন্দ্রকোনার মহিলা খুনের কিনারা করল পুলিশ। চন্দ্রকোনার কুঁয়াপুর লাগোয়া কৃষি জমি থেকে গলার নালি কাটা অবস্থায় ৩০ শে আগস্ট এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।গৃহবধূর পরিচয় কি ও কি কারণে খুন, তদন্ত নামে চন্দ্রকোনা থানার পুলিশ। অবশেষে পুলিশের হাতে ধরা পরল মূল অভিযুক্ত।
৩০ শে আগস্ট চন্দ্রকোনার মহিলা খুনের কিনারা করল পুলিশ। চন্দ্রকোনার কুঁয়াপুর লাগোয়া কৃষি জমি থেকে গলার নালি কাটা অবস্থায় ৩০ শে আগস্ট এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।গৃহবধূর পরিচয় কি ও কি কারণে খুন, তদন্ত নামে চন্দ্রকোনা থানার পুলিশ। অবশেষে পুলিশের হাতে ধরা পরল মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা শ্রীমতি বর্মন ৩০ বছর বয়স মৃত গৃহবধূ। শ্রীমতি বর্মনের স্বামী মারা যায় বেশ কয়েক বছর আগে, তারপরে শ্রীমতি বর্মনের সাথে ফেসবুকে আলাপ হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বালা এলাকার বাসিন্দা সৌরভ বেহেরার সাথে। শ্রীমতি বর্মনের আর্থিক স্বচ্ছলতা ভালো থাকার কারণে সৌরভ ভালোবাসার ছলনায় ধাপে ধাপে বহু টাকা ধার নেয়। এমনকি বিবাহ করবে বলেও প্রতিশ্রুতি দেয়। এক বছর আগে মন্দিরে বিয়ে করে তারা। সেই সুত্রে বেশ কয়েক লক্ষ টাকা ও শ্রীমতি বর্মনের কাছ থেকে হাতিয়ে নেয় সৌরভ। অপরদিকে শ্রীমতি বর্মন সৌরভকে চাপ দেয় বিবাহ করার জন্য। শ্রীমতি বর্মনের একটি নয় বছরের সন্তানও রয়েছে বলে জানা যায়- অপরদিকে সৌরভেরও রয়েছে স্ত্রী ও সন্তান। শ্রীমতি বর্মন সৌরভ কে তার বাড়িতে নিয়ে য়াওয়ার জন্য চাপ দিতেও শুরু করে ও সমস্ত ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেবে বলে জানায়। তারপরেই ছককষে সৌরভ। হঠাৎ করে শ্রীমতি বর্মনকে চন্দ্রকোনা আসার জন্য বলে আর চন্দ্রকোয় আসতেই রাতের অন্ধকারে ধারালো ছুরি দিয়ে তার গলার নালী কেটে খুন করে চন্দ্রকোনার কুয়াপুর এলাকায় গ্রামীণ রাস্তার ধারে ধান জমিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। প্রথমে চন্দ্রকোনা থানার পুলিশ খুন হওয়া মহিলার পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর পাঠায়,অপরদিকে চন্দ্রকোনার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, এমনকি মোবাইলের টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হয়। তারপরে উঠে আসে সৌরভ বেহারা নাম। খুনের পরেই গা ঢাকা দেয় সৌরভ, পুলিশ তদন্ত নেমে সৌরভকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থেকে গ্রেফতার করে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত সৌরভকে আজ তোলা হবে ঘাটাল আদালতে। ওই বিষয়ে ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, মহিলাকে খুন করা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।