Purba Bardhaman: ছেলের কোপে বাবার মৃত্যু
Crime News: ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল বাবার।মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র(৬৪)।পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনো গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে।
ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল বাবার।মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র(৬৪)।পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনো গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। প্রতিবেশী মহাদেব পাত্র জানান, বাসুদেব পাত্র ও তার ছেলে বিশ্বজিৎ পাত্র বাড়ি থেকে কিছুটা দূরে গোয়াল ঘরে কাজ করছিলেন। সে সময় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন ছেলে। কিছুক্ষণ পর বাসুদেব বাবুর ভাই ও তার প্রতিবেশীরা গিয়ে দেখেন গোয়াল ঘরের পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাসুদেব বাবু। এরপর খবর দেওয়া হয় মাধবডিহি থানার পুলিশকে।
পুলিশ মৃতদেহটির উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে। অন্যদিকে অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ পাত্রকে গ্রেপ্তার করে শুক্রবারই বর্ধমান আদালতে তোলা হয়। মৃতের ভাই গোলোকবিহারী পাত্র জানান, ভাইপো বিশ্বজিৎ বেশ কয়েকদিন ধরে অসংলগ্ন কথাবার্তা বলছিল ।উল্টোপাল্টা কথা বলছিল।কি করে হয়েছে তা জানি না।এমনিতেই ছোট সংসার। বিশ্বজিতের মা অনেকদিন আগে মারা গেছে। নাতি নাতনি ও ছেলে বৌমাকে নিয়ে সংসার ছিল বাসুদেব পাত্রের। এই ঘটনায় পাড়া প্রতিবেশীরাও অবাক।তাঁরাও খুনের কোন কারণ খুঁজে পাচ্ছেন না। প্রতিবেশীরা জানান,বাড়িতে ছেলে বা বৌমার সঙ্গে কোন ঝামেলা বা অশান্তি হয়নি।