Birbhum Migrant Worker Missing: মুম্বইয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক

মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মাঝ রাস্তায় নিখোঁজ এ রাজ্যের এক এক পরিযায়ী শ্রমিক। উদ্বিগ্ন পরিবার। মুখ্যমন্ত্রী বারবার পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বললেও এখনো অভিযোগ নিচ্ছেনা থানা। ঘটনাটি বীরভূমের পাড়ুই থানার সাত্তর মনোহরপুর গ্রাম।

Birbhum Migrant Worker Missing: মুম্বইয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 6:19 PM

মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মাঝ রাস্তায় নিখোঁজ এ রাজ্যের এক এক পরিযায়ী শ্রমিক। উদ্বিগ্ন পরিবার। মুখ্যমন্ত্রী বারবার পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বললেও এখনো অভিযোগ নিচ্ছেনা থানা। ঘটনাটি বীরভূমের পাড়ুই থানার সাত্তর মনোহরপুর গ্রাম।

বীরভূমের পাড়ুই থানার সাত্তর অঞ্চলের মনোহরপুর গ্রামের বাসিন্দা রূপকুমার বাউরী। দুই ছোট্ট সন্তান ও স্ত্রীকে নিয়ে তার বসবাস। গত সোমবার তার শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত পালিটা গ্রামের প্রতিবেশী কুমার সর্দারের সাথে রাজমিস্ত্রির কাজে ট্রেনে করে মুম্বাই যাচ্ছিল। বম্বে ঢোকার আগে আচমকায় মিসিং হয় রূপকুমার বাউরী। ঘটনার চার দিন কেটে গেল আজও কোন খবর নেই।

উদ্বিগ্ন পরিবার বীরভূমের পাড়ুই থানায় অভিযোগ করতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি পরিবারের।পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কমিটিও গঠন করেছেন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলেও বীরভূমের পাড়ুই থানার পুলিশ কোন সহযোগিতা করছে না নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারকে। খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মনোহরপুর গ্রাম জুড়ে।

Follow Us: