AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fresh Vegetables: এক মাস ফ্রেশ সবজি!

Fresh Vegetables: এক মাস ফ্রেশ সবজি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 7:38 PM

Share

বৃষ্টি ঠিকঠাক হচ্ছে না তাই শাক সবজির দাম বাড়ছে প্রতি বছরই। এই অবস্থায় যদি এমন একটি ফ্রিজ পান যাতে একমাস তাজা থাকবে সবজি! এরকমই বেশ কিছু রেফ্রিজারেটরের খোঁজ রইল এই ভিডিয়োয়।

বৃষ্টি ঠিকঠাক হচ্ছে না তাই শাক সবজির দাম বাড়ছে প্রতি বছরই। এই অবস্থায় যদি এমন একটি ফ্রিজ পান যাতে একমাস তাজা থাকবে সবজি! এরকমই বেশ কিছু রেফ্রিজারেটরের খোঁজ রইল এই ভিডিয়োয়। Godrej 223 L 2 Star রেফ্রিজারেটরের দাম ২১,৪৯০ । দ্রুত ঠান্ডা হয় এই ফ্রিজ। এই রেফ্রিজারেটরের কুলিং ব্যাল্যান্স প্রযুক্তি দুরন্ত। ফল ও সবজি ৩০ দিন পর্যন্ত তরতাজা থাকে এই ফ্রিজে। আছে অনেক দুর্দান্ত সব ফিচার। ডবল ডোর Haier 240 L 2 Star রেফ্রিজারেটরের দাম ২০,৯৯০ টাকা। ২৪০ লিটারের এই ফ্রিজে আছে ১টি মজবুত শেলফ। আছে অটো ডিফ্রস্ট ফিচার। এই ফ্রিজেও ফল ও সবজি ৩০ দিন পর্যন্ত তাজা থাকে। LG 3 Star Smart Inverter ফ্রিজের দাম ২৪,৯৯০ টাকা। এতে আছে স্মার্ট ইনভার্টার কম্প্রেসার। যার ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় এই ফ্রিজে। ২৪২ লিটারের এই ফ্রিজে ফল ও সবজি ৩০ দিন পর্যন্ত তাজা থাকে।