মেলা থেকে বাড়ি ফেরা হল না পাপড় বিক্রেতার, পথেই…
মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। তার জেরে মালদহের কালিয়াচকে মৃত্যু হল এক পাপড় বিক্রেতার। মৃতের নাম আজহার আলি। মৃতের প্রতিবেশীরা বলেন, এলাকায় কারও সঙ্গে কোনও গন্ডগোল ছিল না ওই পাপড় বিক্রেতার। মেলায় মেলায় পাপড় বিক্রি করেই সংসার চালাতেন। তাঁদের সন্দেহ, মেলা থেকে পাপড় বিক্রি করে ফেরার পথে হয়তো দুষ্কৃতীরা পথ আটকেছিল। সব কিছু কেড়ে নিয়ে গুলি করে খুন করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালেই কালিয়াচক থানার এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ইংরেজবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে। ভোটের আগে মালদহে দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠেছে।
মেলায় পাপড় বিক্রি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর পথ আটকে গুলি চালায়। তার জেরে মালদহের কালিয়াচকে মৃত্যু হল এক পাপড় বিক্রেতার। মৃতের নাম আজহার আলি। মৃতের প্রতিবেশীরা বলেন, এলাকায় কারও সঙ্গে কোনও গন্ডগোল ছিল না ওই পাপড় বিক্রেতার। মেলায় মেলায় পাপড় বিক্রি করেই সংসার চালাতেন। তাঁদের সন্দেহ, মেলা থেকে পাপড় বিক্রি করে ফেরার পথে হয়তো দুষ্কৃতীরা পথ আটকেছিল। সব কিছু কেড়ে নিয়ে গুলি করে খুন করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালেই কালিয়াচক থানার এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ইংরেজবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে। ভোটের আগে মালদহে দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠেছে।