Viral Video: বিয়ের অনুষ্ঠানে ‘ময়ূর ডান্স’ করে ভাইরাল এই ব্যক্তি

হঠাৎই সেই ব্য়ক্তি ময়ূরের মতো নাচতে শুরু করেন মুরগির ডাকে। ব্য়াকগ্রাউন্ডে যে মিউজ়িকটি বাজছে,সেটি মুরগির ডাক। লোকটি কখনও শুয়ে আবার কখনও উঠে দাঁড়িয়ে,শুধু নাচই নয় অদ্ভুত অভিব্যক্তিও দিচ্ছেন

Viral Video: বিয়ের অনুষ্ঠানে 'ময়ূর ডান্স' করে ভাইরাল এই ব্যক্তি
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 4:51 PM

এক ব্যক্তি ময়ূর নাচ নাচছেন। হ্য়াঁ ঠিকই শুনছেন। ‘ময়ূর ড্যান্স’-এর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি অনুষ্ঠানে অনেক লোকই নিমন্ত্রিত। তারই মধ্য়ে দু’জন নাচছেন। বাকিরা তাদের নাচের ভিডিয়ো করছেন। কিন্তু ভিডিয়োর শুরুতেই আপনার নজর একজনের দিকেই যাবে। হঠাৎই সেই ব্য়ক্তি ময়ূরের মতো নাচতে শুরু করেন মুরগির ডাকে। ব্য়াকগ্রাউন্ডে যে মিউজ়িকটি বাজছে,সেটি মুরগির ডাক। লোকটি কখনও শুয়ে আবার কখনও উঠে দাঁড়িয়ে,শুধু নাচই নয় অদ্ভুত অভিব্যক্তিও দিচ্ছেন। সেখানে উপস্থিত সবাই তার ভিডিয়ো করছেন। আপনি একবার এভাবে নেচে দেখবেন নাকি? এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে yogesh_club নামে একটি অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 75 লাখ ভিউ হয়েছে এবং 2 লাখেরও বেশি মানুষ এটি লাইক করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,’মনে হচ্ছে মুরগির পোলিও হয়েছে’।

Follow Us: