Python In Dhupguri: ঘরে অজগর

Python In Dhupguri: ঘরে অজগর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 31, 2023 | 3:35 PM

ঘরের ট্যুইয়ে বসে রয়েছে অজগর, আতঙ্কে রাত কাটল খোলা আকাশের নিচে। মুরগি খেতে এসে ধরা পড়ল অজগর, দড়ি দিয়ে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। ঘটনাটি ধূপগুড়ি টুকলিমারি গ্রামের।

ঘরের ট্যুইয়ে বসে রয়েছে অজগর, আতঙ্কে রাত কাটল খোলা আকাশের নিচে। মুরগি খেতে এসে ধরা পড়ল অজগর, দড়ি দিয়ে বেঁধে রাখলেন গ্রামবাসীরা ঘটনাটি ধূপগুড়ি টুকলিমারি গ্রামের। সোমবার ভোররাতে কালিপদ অধিকারীর পরিবারের সকলে গভীর নিদ্রায় ছিলেন, শৌচ কর্ম করতে উঠলে কানে ভেসে আসে ফোঁস ফোঁস শব্দ, চোখ তুলে উপরে তাকাতেই আঁতকে ওঠেন পরিবারের সকলে । ঘরের ট্যুই এর উপরে বসে রয়েছে বিশাল আকারের এক অজগর।
আতঙ্কে ঘর ছেড়ে সকলে বাইরে বেরিয়ে আসেন। এরপর বনদপ্তর কে ফোন করেন তবে বনদপ্তরে কর্মীরা না চায় পরিবেশপ্রেমীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এদিকে ভোর রাত থেকেই ঘরের বাইরে রাত কাটাতে হয় অধিকারী পরিবারকে। পরে গ্রামবাসীরা এই সাহস করে অজগর সাপটিকে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ট্যুইয়ের উপর থেকে নামান। এরপর দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সাপ টিকে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাজেশনের সদস্যরা। পরে সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। সাপটির শরীরে বেশ কয়েক জায়গায় আঘাত রয়েছে। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের কর্মীরা এসে সাপ টিকে নিয়ে যান। এরপরেই আতঙ্ক মুক্ত হয় গ্রামবাসীরা।

Published on: Jul 31, 2023 03:31 PM