Chinsurah News: অধ্যাপকের বাড়িতে চুরি!
Chinsurah News: চুঁচুড়া মতিবাগানে চুরি। অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোতলায় থাকেন পাল দম্পতি। সেই পরিবার ভাইফোঁটা উপলক্ষে বর্ধমান গিয়েছিল দু'দিন আগে। গতকাল রাতে বাড়ি ফিরে দেখে দরজা কলাপসিবল আলমারির একাধিক তালা ভাঙা। ঘরে সব কিছু ছড়ানো। নগদ ও গহনা চুরি হয়েছে বলে দাবি তাদের।
চুঁচুড়া মতিবাগানে চুরি। অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোতলায় থাকেন পাল দম্পতি। সেই পরিবার ভাইফোঁটা উপলক্ষে বর্ধমান গিয়েছিল দু’দিন আগে। গতকাল রাতে বাড়ি ফিরে দেখে দরজা কলাপসিবল আলমারির একাধিক তালা ভাঙা। ঘরে সব কিছু ছড়ানো। নগদ ও গহনা চুরি হয়েছে বলে দাবি তাদের।
ঘটনার খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ পৌঁছয় এলাকার সিসিটিভি দেখে চোরে খোঁজ শুরু করে। স্থানীয় কাউন্সিলর হুগলি চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জিও খবর পেয়ে ওই বাড়িতে যান। তিনি বলেন, মতিবাগানে এই ধরনের চুরির ঘটনা ইদানিংকালে ঘটেনি। সম্ভবত বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি হয়েছে। তালা ভাঙলেও কোনো শব্দ পায়নি প্রতিবেশীরা।পরিবারের সদস্যা শ্রাবণী ঘোষাল বলেন,ভাইফোঁটা দিতে বর্ধমান গিয়েছিলাম।বাড়ি ফিরে দেখি বাইরে তালা ঠিক আছে ভিতরে তালা ভাঙা। আলামারির লকার ভাঙা। নগদ টাকা গহনা মিলিয়ে প্রায় লাখ টাকা চুরি হয়েছে।কম্পিউটার ট্যাব টিভি বা ঘরের অন্য কোনো জিনিসে হাত দেয়নি চোর।