Hooghly News: মন্দিরের সামনে খুনের চেষ্টা!
ত্রিবেনীতে লোকনাথ মন্দিরের সেবাইতকে গলায় ছুরি মেরে খুনের চেষ্টা,আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।আহতের নাম গঙ্গারাপু তাতাইয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড ত্রিবেনী শিবপুর রাজা ঘাট এলাকায় গত জুন মাসে লোকনাথ সেবাশ্রম মন্দির তৈরী হয়।
ত্রিবেনীতে লোকনাথ মন্দিরের সেবাইতকে গলায় ছুরি মেরে খুনের চেষ্টা,আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।আহতের নাম গঙ্গারাপু তাতাইয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড ত্রিবেনী শিবপুর রাজা ঘাট এলাকায় গত জুন মাসে লোকনাথ সেবাশ্রম মন্দির তৈরী হয়।লোকনাথ মন্দিরের প্রধান সেবাইত বিকাশ সাহা বলেন,মন্দিরের সামনে দুই কাঠা জমি কেনেন তারা।সেই জমি কিছুটা নিচু হওয়ায় উঁচু করার জন্য রাবিশ ফেলা হয়।তাতে আপত্তি জানায় পাশের মদন মোহনের গৌড়ীয় মঠ।গঙ্গার ঘাটে ছট পুজোর সময় ভীর হয় তাই সেই জায়গাকে অন্য কাজে ব্যবহারেও আপত্তি জানান গৌরীও মঠের পুজারী বিশ্বম্ভর।বিকাশ সাহার অভিযোগ তাকে হুমকি দেওয়া হয় বেশ কয়েকবার।১৪৪ ধারা জারি করা সত্ত্বেও ওই জমিতে মঠ প্যান্ডেল করে জন্মাষ্টমী উৎসবের জন্য।লোকনাথের আবির্ভাব দিন চাকলা ধামে উৎসব হয়।গতকাল উৎসবে হয় ত্রিবেনী লোকনাথ আশ্রমে। অনেক ভক্তের সমাগম হয় ভোগ বিতরন হয়।আজ সকালে লোকনাথ মন্দিরের সামনে গঙ্গারাপু তাতাইয়াকে গলায় ছুরি মারে দুষ্কৃতিরা।কাছেই এটিএম কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধারে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গঙ্গারাপু মাস তিনেক ধরে লোকনাথ মন্দিরে সেবাইতের কাজ করেন।তার বাড়ি ত্রিবেনী বেলতলা এলাকায়। মঠের পূজারী বিশ্বম্ভব ব্রহ্মচারী বলেন,এই জমিতে দীর্ঘদিন আমাদের অনুষ্ঠান হয়।কার জমি এ বিষয়ে আমার অভিজ্ঞতা নেই।ওরা যে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন।যে ঘটনা ঘটেছে আমি খুবই দুঃখিত। আর দীর্ঘদিন আমি এই মাঠে আছি এই ধরনের ঘটনা আগে ঘটেনি।
কি কারনে এই ঘটনা তা তদন্ত করে দেখছে মগড়া থানার পুলিশ।।