Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning Hospital News: সততার নজির

Canning Hospital News: সততার নজির

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 15, 2023 | 3:14 PM

অনন্য এক সততার অন্যতম নজির গড়লেন ক্যানিং মহকুমা হাসপাতালের এক রোগী সহায়ক।রোগীর এক আত্মীয়ের টাকার ব্যাগ হাসপাতালের পাশেই রাস্তায় পড়ে গিয়েছিল।ব্যাগটি নজরে পড়ে ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী সহায়ক শঙ্কু দাসের। তিনি মুহূর্তে ব্যাগটি কুড়িয়ে নেন।ব্যাগের মধ্য ৩৪১০ টাকা ছিল।

অনন্য এক সততার অন্যতম নজির গড়লেন ক্যানিং মহকুমা হাসপাতালের এক রোগী সহায়ক।রোগীর এক আত্মীয়ের টাকার ব্যাগ হাসপাতালের পাশেই রাস্তায় পড়ে গিয়েছিল।ব্যাগটি নজরে পড়ে ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী সহায়ক শঙ্কু দাসের। তিনি মুহূর্তে ব্যাগটি কুড়িয়ে নেন।ব্যাগের মধ্য ৩৪১০ টাকা ছিল। এরপর হাসপাতালের মাইকে টাকার ব্যাগ পাওয়া গিয়েছে ঘোষনা করেন।ঘন্টা দুই পর এক মহিলা হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে হাজীর হন ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্রের সামনে।হারিয়ে যাওয়া ব্যাগ সম্পর্কিত উপযুক্ত তথ্যপ্রমাণ দেওয়ায় টাকার ব্যাগ ওই মহিলার হাতে তুলে দেওয়া হয়।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে।হাসপাতালের রোগী সহায়ক এর এমন অনন্য সততায় খুশি রোগী ও রোগীর পরিবার পরিজনেরা। রোগী সহায়ক শঙ্কু দাস জানিয়েছেন,এক মহিলার ৩৪১০ টাকা হারিয়ে গিয়েছিল।তাঁর এক নিকট আত্মীয় ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।হারিয়ে যাওয়া টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম।ফেরত দিতে পেরে খুব ভালো লাগছে।