Canning: ক্যানিং থানার মহিলা হোমগার্ডের মৃত্যুতে অবশেষে গ্রেফতার সাব ইন্সপেক্টর
Mysterious Death: অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। ক্যানিং থানার মহিলা হোমগার্ড গুলজার পারভিন মোল্লার মৃত্যুর ঘটনায় পাঁচ দিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন ক্যানিং থানারই সাব ইন্সপেক্টর (SI) সায়ন ভট্টাচার্য। বৃহস্পতিবার স্বরূপনগর এলাকায় এক আত্মীয়র বাড়িতে গা-ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁকে হাতে-নাতে ধরে ফেলে পুলিশ।
মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ব্য়াপক চাপানউতোর। উঠেছিল একগুচ্ছ প্রশ্ন। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। ক্যানিং থানার মহিলা হোমগার্ড গুলজার পারভিন মোল্লার মৃত্যুর ঘটনায় পাঁচ দিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন ক্যানিং থানারই সাব ইন্সপেক্টর (SI) সায়ন ভট্টাচার্য। বৃহস্পতিবার স্বরূপনগর এলাকায় এক আত্মীয়র বাড়িতে গা-ঢাকা দিয়ে থাকা অবস্থায় তাঁকে হাতে-নাতে ধরে ফেলে পুলিশ। গ্রেফতারের পর অভিযুক্ত পুলিশ আধিকারিককে আজই আলিপুর আদালতে পেশ করা হয়েছে।
Published on: Jan 01, 2026 11:35 PM

