AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat News: ৪০ পেরিয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে  শিক্ষিকা

Balurghat News: ৪০ পেরিয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে শিক্ষিকা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 13, 2023 | 3:09 PM

Share

মনোবল ও শারিরীক সক্ষমতা যে বয়সকেও হার মানায়, আঙিনা বোরোইট হাইস্কুলের শিক্ষিকা যেন তারই জ্বলন্ত উদাহরণ। বয়সের ভারকে পিছনে ফেলে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সুদূর মালয়েশিয়ায় ছুটছেন বালুরঘাটের বাসিন্দা তথা চল্লিশোর্ধ্ব সঞ্চিতা সাহা। চলতি মাসের ১৬ তারিখ থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপ।

মনোবল ও শারিরীক সক্ষমতা যে বয়সকেও হার মানায়, আঙিনা বোরোইট হাইস্কুলের শিক্ষিকা যেন তারই জ্বলন্ত উদাহরণ। বয়সের ভারকে পিছনে ফেলে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সুদূর মালয়েশিয়ায় ছুটছেন বালুরঘাটের বাসিন্দা তথা চল্লিশোর্ধ্ব সঞ্চিতা সাহা। চলতি মাসের ১৬ তারিখ থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিতে বুধবারই আকাশপথে রওনা হচ্ছেন ওই স্কুল শিক্ষিকা। যার সাফল্য কামনা করে উচ্ছ্বসিত হয়েছেন স্কুলের অনান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও তার পরিবারের লোকেরা। জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলতি মাসের ১৬ তারিখ থেকে দুদিন ব্যাপী মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসছে। যেখানে ত্রিপুল জাম্প, লঙ জাম্প, হাইজাম্প, একশো মিটার দৌড় ও দুশো মিটার দৌড় সহ বেশকিছু বিষয় রয়েছে। ৩৫ তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ওপেন মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেই প্রতিযোগিতায় এবারে ডাক পেয়েছেন বালুরঘাটের বাসিন্দা তথা কুমারগঞ্জের আঙিনা বোরোইট হাইস্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষিকা। উত্তরবঙ্গ জুড়ে চারজন এই প্রতিযোগিতায় ডাক পেলেও জেলা থেকে একমাত্র ওই স্কুল শিক্ষিকাই ডাক পেয়েছেন। যাকে ঘিরেই রীতিমতো খুশির আমেজ তৈরি হয়েছে ওই স্কুল শিক্ষিকার পরিবারে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই সঞ্চিতার সাফল্য কামনা করে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন স্কুলের অনান্য শিক্ষক শিক্ষিকা ও স্কুল ছাত্র ছাত্রীরা। তবে সঞ্চিতার কাছে এই প্রতিযোগিতা নতুন কোন বিষয় নয়। বয়সের ভারকে পিছনে ফেলে এর আগেও একাধিক প্রতিযোগিতায় অনান্য প্রতিযোগীদের পিছনে ফেলে সফলতার শীর্ষে পৌছেছেন ওই স্কুল শিক্ষিকা। এবারে বিদেশের মাটিতে পদক জয়ের স্বপ্ন যেন কোনভাবেই হাতছাড়া করতে চাইছেন না সঞ্চিতা। আর যা নিয়েই দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ওই স্কুল শিক্ষিকা। এবিষয়ে আঙিনা বোরোইট হাইস্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষিকা সঞ্চিতা সাহা বলেন, সমগ্র ভারতবর্ষ থেকে মোট ৪৩ জন প্রতিযোগী মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। যেখানে তিনি সহ উত্তরবঙ্গের মোট চারজন প্রতিযোগী রয়েছেন। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় একাধিক ইভেন্ট রয়েছে। বয়স অনুযায়ী মোট চারটি ইভেন্টে অংশ নিচ্ছেন তিনি। যেখান থেকে সফল হয়ে ফেরাই তার এখন মূল উদ্দেশ্য।