AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya Rai Bachchan Gossips: ঐশ্বর্য -অভিষেকের সম্পর্কের অবনতির গুঞ্জনের মধ্যেই ভাইরাল এক ভিডিয়ো

Aishwarya Rai Bachchan Gossips: ঐশ্বর্য -অভিষেকের সম্পর্কের অবনতির গুঞ্জনের মধ্যেই ভাইরাল এক ভিডিয়ো

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jan 28, 2024 | 8:38 PM

Share

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের অবনতির গুঞ্জনের মধ্যেই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে সলমনকে বলতে শোনা গিয়েছে অতীত সম্পর্কে। তিনি বলেছেন, "এত বছর কেটে গিয়েছে। ও এখন অন্য কারও স্ত্রী। আর আমি খুব খুশি যে ও অভিষেককে বিয়ে করেছে। খুব ভাল পরিবারে বিয়ে হয়েছে ওর।"

সলমনের মন্তব্য ভাইরাল

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের অবনতির গুঞ্জনের মধ্যেই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে সলমনকে বলতে শোনা গিয়েছে অতীত সম্পর্কে। তিনি বলেছেন, “এত বছর কেটে গিয়েছে। ও এখন অন্য কারও স্ত্রী। আর আমি খুব খুশি যে ও অভিষেককে বিয়ে করেছে। খুব ভাল পরিবারে বিয়ে হয়েছে ওর।”

জুতো দিয়ে বেধড়ক মার!

রহাত ফতেহ আলি খান– যাঁর ‘আফরিন’, ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’-এর মতো গান সারা বিশ্বে সমাদৃত। সেই গায়কই এবার পড়েছেন চরম সমালোচনার মুখে। এক ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে জুতো দিয়ে বেধড়ক মারছেন তিনি। যদিও গায়কের সাফাই, যাকে মারছেন তিনি তাঁর ছাত্র। ভুল করেছে বলে শিক্ষা দিচ্ছেন মাত্র!

কোন শর্তে রাজি সানি?
আসছে বলিউডের অন্যতম বড় প্রজেক্ট রামায়ণ। এবার সেই প্রজেক্টের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সানি দেওল। শ্রীরামচন্দ্রের তিনি হবেন হনুমানজি। অর্থাৎ সঙ্কটমোচনের চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রাথমিক সূত্রে খবর, ৪৫ কোটি টাকায় শেষ পর্যন্ত রাজি হয়েছেন অভিনেতা।

 

রাত জাগা কার্তিক
বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা এখন কার্তিক আরিয়ান। টানা ২৩ ঘণ্টা দুই চোখের পাতা এক করতে পারলেন না। ছবির শেট থেকে গুজরাত, সেখানে পৌঁছেই রাত ৩.৩০ থেকে রিহার্সাল, তারপরই গুজরাত ফিল্মফেয়ার-এর মঞ্চে পারফর্ম। আর ঠিক সেই কারণেই ঘুমোনোর সময় পেলেন না টানা ২৩ ঘণ্টা। সোশ্যাল মিডিয়ায় কার্তিক নিজেই শেয়ার করে নিলেন ব্যস্ততম শিডিউল।

খুশির মেজাজে নিক
প্রথমবার ভারতের বুকে পারফর্ম করলেন আমেরিকার গায়ক তথা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। তাঁর গানের তালিকায় এদিন জায়গা করে নেয় হিন্দি গানও। সকলেই তাঁকে জিজু বলে উৎসাহ দিতে শুরু করেন। তা দেখে আবেগঘন প্রিয়াঙ্কা চোপড়া। খুশি হয়ে বললেন– থাঙ্ক ইউ মুম্বই।

ভেঙে পড়ল মঞ্চ

শনিবার রাতে দিল্লির কালকাজি মন্দিরে জাগরণের সময় ভেঙে পড়ে যায় অস্থায়ী মঞ্চ। তখন ওই মন্দিরে পারফর্ম করছিলেন গায়ক বি-প্রাক। ঘটনায় এক মহিলার মৃত্যুও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই গোটা বিষয়ে গভীর শোকপ্রকাশ করেছেন গায়ক নিজেও।

 

অসুস্থ মিমি
মিমি চক্রবর্তী অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় সেলফি তুলে তা শেয়ার করে নিজেই জানালেন খবর। মাইগ্রেনের যন্ত্রণায় নাজেহাল। বুকের ওপর রাখা মাথা ব্যথার বাম। কষ্টের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী। মিমির সেই পোস্ট দেখা মাত্রই উদ্বেগ ভক্তমনে।

জিতুর নয়া পোস্ট
২০২৩ থেকেই চর্চা ছিল তুঙ্গে, এবার ছবির কাজ শুরু হওয়ার পালা। রাফিয়াত রশিদ মিথিলা সঙ্গে জুটি বাঁধলেন জিতু কামাল। এবার সেই সূত্রেই মিথিলার সঙ্গে ছবি পোস্ট করলেন জিতু। ক্যাপশনে লিখলেন ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। নয়া গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জিতুকে। টলিপাড়ার এই নতুন জুটিকে নিয়ে এখন দর্শক মনে কৌতুহল তুঙ্গে।

আদুরে ছবি পোস্ট

রিউমারড প্রেমিকা অঙ্কিতা মল্লিক ওরফে জগদ্ধাত্রীর এক মিষ্টি ছবি পোস্ট করলেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। সৌম্যদীপ নিজেও ওই ধারাবাহিকের অংশ। রিল দুনিয়ায় তিনি জগদ্ধাত্রীর স্বামী। রিয়েল লাইফেও কি রয়েছে এমন কোনও প্ল্যানিং? তাঁরা যদিও স্পিক্টি নট।