বিরাট পাইথনকে কোলে বসিয়ে মোবাইলে ঘাঁটছেন এক মহিলা,টুইটারে ঘোরাফেরা করছে এমনই একটি ভয়ঙ্কর ভিডিয়ো।ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে,মহিলা বারান্দায় বসে রয়েছেন,আর তাঁর সঙ্গে রয়েছে বিশালাকার ওই অজগরটি।বিরাট সাপকে কোলে নিলে কীভাবে বসে রয়েছেন মহিলা,তাই অবাক করে দিয়েছে নেটপাড়ার লোকজনকে।সাপটির আকার যে শুধুই লম্বা তা নয়, সেই সঙ্গে সে সাপটি বিরাট মোটা।বিরাট সাপটিকে কোলে বসিয়ে রেখে মহিলা নির্ভয়ে মনযোগ সহকারে ফোন ঘাঁটাঘাঁটি করছেন।তার থেকেও ভয়ঙ্কর বিষয় হল,সাপটি নড়াচড়া করছে মহিলার কোল থেকেই।টুইটারে @WowTerrifying নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা রয়েছে।ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে,’আমি তোমার বন্ধু…অন্তত এখন’।গত ৩ মার্চ ভিডিয়োটি শেয়ার করা হয় মাইক্রোব্লগিং সাইটে।৫ মার্চ প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ ৫১৫.৮K।প্রায় হাজারেরও কাছাকাছি রিটুইট হতে চলেছে ভিডিয়োটির, ৫২৩৩ লাইকও পড়েছে।