AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card: ডিঅ্যাকটিভেট হল ২ কোটি আধার, আপনারটা চেক করুন আগে!

Aadhaar Card: ডিঅ্যাকটিভেট হল ২ কোটি আধার, আপনারটা চেক করুন আগে!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 01, 2025 | 5:50 PM

Share

Unique Identification Authority Of India: কোনও আধার নম্বর যদি একবার বাতিল হয়ে যায় তাহলে সেই নম্বর চিরতরে বন্ধ হয়ে গেল। আর কোনও নবজাতককেও এই নম্বর দেওয়া হবে না। এর ফলে কোনও জালিয়াতই মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে আর নতুন কোনও অ্যাকাউন্ট খুলতে পারবে না।

আমাদের দেশে ঠিক কতগুলো চালু আধার কার্ড রয়েছে জানেন? না জানলেও অবশ্য ক্ষতি নেই। কারণ, দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা আধার কর্তৃপক্ষ আধারের ডেটাবেস ধুয়ে মুছে সাফ করল। অর্থাৎ, একাধিক এমন আধার যা অনেক দিন ধরেই নিষ্ক্রিয়, সেগুলোকে খুঁজে বের করে সেগুলোকে ডিঅ্যাকটিভেট করে ফেলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, এতদিন ধরে এই আধার অ্যাকাউন্টগুলো সক্রিয় থেকে কোটি কোটি টাকার পেনশন ও ভর্তুকি জালিয়াতি হচ্ছিল। এ ছাড়াও এই সব আধার কার্ড ভুয়ো ঋণ নেওয়া বা ভুয়ো রেশন কার্ড তৈরির মতো কাজে ব্যবহৃত হত বলেও খবর।

Published on: Dec 01, 2025 05:49 PM