AADHAR Recruitment News: ৫৬-র নিচে বয়স হলেই আধারের দফতরে চাকরি পেতে পারেন আপনি

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Feb 15, 2023 | 6:50 PM

আগামী ২৩ মার্চ অবধি শূন্যপদে আবেদন করা যাবে। সেকশন অফিসার পদে দুটি শূন্য়পদ রয়েছে। অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার পদেও কর্মী নিয়োগ করা হবে

শিক্ষা থেকে চাকরি, সমস্ত ক্ষেত্রেই পরিচয়পত্র হিসাবে অপরিহার্য আধার কার্ডের ব্যবহার। এবার আধার কার্ডের দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। দেশের একাধিক রাজ্যে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউআইডিআই-র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। কর্নাটকের বেঙ্গালুরুর আঞ্চলিক অফিস ও কেরলের তিরুবনন্তপুরমের স্টাফ অফিসে কর্মী নিয়োগ হবে। আগ্রহী আবেদনকারীরা ইউআইডিএআই-র অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in – এ আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ মার্চ অবধি শূন্যপদে আবেদন করা যাবে। সেকশন অফিসার পদে দুটি শূন্য়পদ রয়েছে। অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার পদেও কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।আবেদনকারীকে সরকারি কোনও দফতরে ন্যূনতম ৫ থেকে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৫৬ বছরের কম হতে হবে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla