AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhar Card Recovery: লোহার দোকানে আধার কার্ড!

Aadhar Card Recovery: লোহার দোকানে আধার কার্ড!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 18, 2023 | 7:46 PM

Share

আধার কার্ড জালিয়াতি নিয়ে যেখানে সরগরম গোটা দেশ। লক্ষ লক্ষ টাকা প্রতারণা হচ্ছে আধার কার্ড আনলক করে। এবার সেই আধার কার্ডই পাওয়া গেল ভাঙ্গারির গুদামে। আধার কার্ড হয়রানি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আমজনতা।

আধার কার্ড জালিয়াতি নিয়ে যেখানে সরগরম গোটা দেশ। লক্ষ লক্ষ টাকা প্রতারণা হচ্ছে আধার কার্ড আনলক করে। এবার সেই আধার কার্ডই পাওয়া গেল ভাঙ্গারির গুদামে। আধার কার্ড হয়রানি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আমজনতা। এবার তারই এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল বসিরহাট থানার দন্ডিরহাট এলাকা। রাজ‍্য সড়ক ২ এর পাশে দন্ডিরহাট এলাকায় একটি ভাঙ্গা-চোরা সামগ্রীর গুদামে যত্রতত্র নাম ও ঠিকানা সহ পড়ে রয়েছে প্রচুর আধার কার্ড। ব্যবসায়ীদের কাছে পুরনো বই-খাতা, লোহা ভাঙ্গার সঙ্গে ফেরিওয়ালারা বিক্রি করে গেছে আধার কার্ড। বসিরহাট ১নং ব্লকের বিভিন্ন ঠিকানার একাধিক আধার কার্ড পাওয়া গেছে। সেই আধার কার্ড গুলি থেকে ফোন নম্বর বার করে ভাঙাচোরা বিক্রি করার ব্যবসায়ীরা গ্রাহকদের ডেকে এনে আধার কার্ড দেখাচ্ছেন। ফলে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ উপভোক্তারা। এইরকমই একজন উপভোক্তা সাদ্দাম হোসেন গাজী বলেন, “গত এক বছর আগে আধার কার্ড করতে পোস্ট অফিসে সঠিক নথীপত্র নিয়ে বার বার দরবার করেছি। আধার কার্ড হয়ে গেলেও তা আর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পাওয়া গেল পুরনো খাতা বই ও ভাঙ্গাচোরার দোকানে।” এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। বেশ কিছু আধার কার্ড উদ্ধার করে সোজা দন্ডিরহাট পোস্ট অফিসে গিয়ে তারা জমা দেন। পোস্ট মাস্টার দেবস্মিতা সাউ বলেন, “এগুলো কি করে বাইরে গেল বুঝতে পারছি না। গত ছয় মাস আগে নতুন পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হয়েছি।” পক্ষান্তরে পোস্ট অফিসের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন তিনি। সব মিলিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঐ এলাকায়। ব্যবসায়ী মনিরুল ঢালী ও আনারুল মোল্লারা আধার কার্ড গুলি পোস্ট অফিসে জমা দিয়েছেন। পাশাপাশি বলেছেন এর সঠিক তদন্ত হওয়া উচিত।