Aadhar Scam: OTP ছাড়াই উধাও হচ্ছে টাকা!

Aadhar Scam: OTP ছাড়াই উধাও হচ্ছে টাকা!

rahul Sadhukhan

|

Updated on: Dec 18, 2023 | 5:42 PM

OTP ছাড়াই হচ্ছে স্ক্যাম। উধাও হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। স্ক্যামটি জানা যাচ্ছে যখন আসছে টাকা তোলার মেসেজ। কীভাবে এটা সম্ভব?

শুরু হয়েছে ওটিপি কেলেঙ্কারি। অনেকেই জানেন OTP শেয়ার করতে নেই। কিন্তু OTP ছাড়াই হচ্ছে স্ক্যাম। উধাও হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। স্ক্যামটি জানা যাচ্ছে যখন আসছে টাকা তোলার মেসেজ। কীভাবে এটা সম্ভব? জালিয়াতরা কাজে লাগাচ্ছে বায়োমেট্রিক ডেটা। আধারের বায়োমেট্রিক ডেটা হাতিয়ে নিয়ে জালিয়াতরা ঘটাচ্ছে স্ক্যাম। অনেক প্রয়োজনে আধারের তথ্য জমা দিই আমরা। সেই তথ্য অসৎ পথে চলে যাচ্ছে স্ক্যামারদের কাছে। এর থেকে বাঁচতে নিজের আধার বায়োমেট্রি লক করুন। আধারের ওয়েবসাইটে গিয়ে বা এমআধার অ্যাপ থেকে এই কাজ করা যায়। এম আধার ওয়েবসাইট থেকে আধার বায়োমেট্রি লক করা খুবই সহজ। লক করা আধার বায়োমেট্রি সহজে খোলাও যায়। আনলকড আধার বায়োমেট্রি OTP স্ক্যামের ফাঁদে ফেলতে পারে যেকোনও মানুষকে।