Abhishek Banerjee: ‘ওঁকে একটা মিষ্টি দাও…আমার গাড়িতে থাকে’, সভা থামিয়ে বললেন অভিষেক
আচমকা তাঁর সামনে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। তা থেকে তড়িঘড়ি ওই ব্যক্তির সাহায্য়ের জন্য এগিয়ে গেলেন অভিষেক। দলীয় কর্মীদের দ্রুত জল দেওয়ার কথা যেমন বললেন তেমনই উপসর্গ দেখে ওই ব্যক্তির সুগার ফলের কথাও বললেন। রোড শো’য়ে বক্তব্য থামিয়ে বলেন, “ওর সুগার ফল করেছে একটা মিষ্টি দাও, দেখো আমার গাড়িতে থাকবে। নাহলে লজেন্স বা কিছু দাও। তাড়াতাড়ি দাও। ঠিক হয়ে যাবে।”
গাড়ির মাথায় উঠে তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির তুলোধনা করে চলেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। শনিবার দুপুরে বহরমপুরে ছিল তাঁর জনসভা। আচমকা তাঁর সামনে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। তা থেকে তড়িঘড়ি ওই ব্যক্তির সাহায্য়ের জন্য এগিয়ে গেলেন অভিষেক। দলীয় কর্মীদের দ্রুত জল দেওয়ার কথা যেমন বললেন তেমনই উপসর্গ দেখে ওই ব্যক্তির সুগার ফলের কথাও বললেন। রোড শো’য়ে বক্তব্য থামিয়ে বলেন, “ওর সুগার ফল করেছে একটা মিষ্টি দাও, দেখো আমার গাড়িতে থাকবে। নাহলে লজেন্স বা কিছু দাও। তাড়াতাড়ি দাও। ঠিক হয়ে যাবে।”
