Abhishek Banerjee: দিল্লিকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের, কী বললেন একবার শুনুন

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 27, 2025 | 10:40 PM

TMC: এই অবস্থায় ফের একবার কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক। তিনি বলেন, "আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন। আর মানুষ এফআইআর করে জবাব দেব। আর এই লিস্ট যদি রিলিজ না করে, ৩১ তারিখ যাব দিল্লি। আর যদি লিস্ট যদি না বের করে তাহল ঘেরাও হবে কমিশনের অফিস।"

SIR নিয়ে প্রথম দিন থেকেই সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ আবার খসড়া তালিকার পর শুরু হয়েছে শুনানি। এই অবস্থায় ফের একবার কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক। তিনি বলেন, “আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন। আর মানুষ এফআইআর করে জবাব দেব। আর এই লিস্ট যদি রিলিজ না করে, ৩১ তারিখ যাব দিল্লি। আর যদি লিস্ট যদি না বের করে তাহল ঘেরাও হবে কমিশনের অফিস।”

Published on: Dec 27, 2025 10:13 PM