Bollywood Gossip: বিগত বেশ কিছু সময় ধরে বলিউডে ফিসফাস, ঐশ্বর্যা-অভিষেকের সম্পর্ক ভাল নেই!

Bollywood Gossip: বিগত বেশ কিছু সময় ধরে বলিউডে ফিসফাস, ঐশ্বর্যা-অভিষেকের সম্পর্ক ভাল নেই!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 03, 2023 | 9:37 PM

বিগত বেশ কিছু সময় ধরে বলিউড উত্তাল এক খবরে। ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্য সম্পর্ক নাকি ভাল যাচ্ছে না। এরই মধ্যে অভিষেকের এক কাণ্ড দেখে মাথায় হাত সকলের। সম্প্রতি এক অনুষ্ঠানে নেটিজেনরা লক্ষ্য করেছেন অভিনেতার হাতে নেই তাঁর বিয়ের আংটিটি।

বিচ্ছেদই হচ্ছে?

বিগত বেশ কিছু সময় ধরে বলিউড উত্তাল এক খবরে। ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্য সম্পর্ক নাকি ভাল যাচ্ছে না। এরই মধ্যে অভিষেকের এক কাণ্ড দেখে মাথায় হাত সকলের। সম্প্রতি এক অনুষ্ঠানে নেটিজেনরা লক্ষ্য করেছেন অভিনেতার হাতে নেই তাঁর বিয়ের আংটিটি। তবে কি ইচ্ছাকৃতই তা খুলে রেখেছেন নায়ক? কিন্তু কেন? সব শেষ? ইত্যাদি নানা বিধ প্রশ্নেই এখন তোলপাড় সব মহল।

বিপত্তিতে রাম চরণ

মাইসুরুর মন্দিরে পুজো দিতে হাজির দক্ষিণী সুপারস্টার রাম চরণ। আর সেখানে পৌঁছতেই বিপত্তি। ঠেলাঠেলি শুরু, সকলের আর্জি রাম চরণের সঙ্গে একটা ছবি তুলবেন। আর তাতেই পরিস্থিতি হয়ে ওঠে বেসামাল। যদিও নিরাপত্তারক্ষীরা সেখান থেকে দ্রুত রাম চরণকে বার করে নিয়ে আসেন।

ভক্তের অনুরোধ ফেরালেন অরিজিৎ

অরিজিৎ যখন মঞ্চে গান করেন দর্শকের সঙ্গেও বিভিন্ন রকম ভাবে ভাব প্রকাশ করতে দেখা যায় তাঁকে। কখনও গান থামিয়ে সই করেন, কখনও ছবি তোলেন। এমনই এক ভক্ত তাঁর সই চেয়েছিলেন। কিন্তু সইয়ের জন্য সেই ভক্ত এগিয়ে দেন টাকা। টাকার উপর সই করতে হবে দেখেই গানের মাঝেই প্রতিবাদ করে ওঠেন অরিজিৎ।

কৃতির সাফাই

অভিনেত্রী কৃতি স্যাননকে বেশ কিছুদিন ধরে জল্পনা তুঙ্গে। তিনি নাকি কফি উইথ করণ শোয়ে এসে ট্রেডিং প্ল্যাটফর্মকে প্রোমোট করেছেন। এই ভুয়ো তথ্যের বিরুদ্ধে সরব হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে লিখলেন, এই তথ্য সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যে, আমি এমন কিছুই করিনি।

সাকসেস পার্টি

প্রথম দিনেই সন্দীপ রেড্ডি ভার্গার ছবি অ্যানিম্যাল-এর রেকর্ড আয়। প্রথমদিনে তা ঘরে তুলল ১১৬ কোটি। তারপরই সেলিবব্রেশন। ছবির গোটা টিম শনিবার রাতপার্টিতে মজল, উপস্থিত ছিলেন অনিল কাপুর, রশ্মিকা মন্দানা এমন কি খোদ রণবীর কাপুরও।

তৈমুরের জয়

ছোট্ট তৈমুর আলি খান এবার জিতে নিল গোল্ড। গর্বিত মা করিনা কাপুর খান তাই ছেলেকে উৎসাহ দিতে হাজির। তাইকুন্ডুতে এবার সে সেরার সেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

বিগ বস ছাড়ছেন অঙ্কিতা?

বিগ বস-এর চলতি সিজনে স্বামী ভিকি জৈনের সঙ্গে প্রতিযোগী হয়ে এসেছিলেন অঙ্কিতা লোখান্ডে। সেখানেই বচসা তুঙ্গে ওঠে অপর প্রতিযোগী মান্নারা চোপড়ার সঙ্গে। কিন্তু এবার থামতে চান অঙ্কিতা, ভিকিকে কেঁদে অনুরোধ করলেন তিনি বাড়ি ফিরতে চান, শো ছাড়তে চান।

এবার খোঁচা চিরঞ্জিতের?

তিনি বলেছিলেন, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা…’– সেই ডায়লগ আজও সুপারহিট। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে যখন হচ্ছে নানা আলোচনা তখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এই নিয়েই মুখ খুললেন ‘বউ হারালে’র নায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীও। তিনি বলেন, “আমি তো বলেইছিলাম… বউ হারালে বউ পাওয়া যায় রে। এখন চারিদিকে দেখছি বউ হারাচ্ছে আর পাচ্ছে, পাচ্ছে আর হারাচ্ছে… “।

ছবি দিলেন শুভশ্রী

দিন দুয়েক আগেই দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী চক্রবর্তী। এবার হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন শুভশ্রী। সন্তান জন্মের পর এই প্রথম ছবি শেয়ার করলেন তিনি। মুখে মিষ্টি হাসি, হাসপাতালের পোশাক পরা… ছবি পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানাতেও দেখা গেল তাঁকে।