AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan Mullick on SIR Issue: অভিষেকের ক্লাসে 'কম মার্কস' কাঞ্চনের, শুনে কী বললেন বিধায়ক?

Kanchan Mullick on SIR Issue: অভিষেকের ক্লাসে ‘কম মার্কস’ কাঞ্চনের, শুনে কী বললেন বিধায়ক?

Avra Chattopadhyay

|

Updated on: Nov 25, 2025 | 2:17 PM

Share

Abhishek Banerjee: দলের সেকেন্ড-ইন-কমান্ডের চোখে কে হলেন ভাল? কেই বা মন্দ? সূত্রের খবর, নির্বাচন কমিশন যেমন তথ্য আপলোড করছে, একই ভাবে তথ্য ভান্ডার তৈরি করছে তৃণমূলের বিএলএ ২ রা। সোমবার এই তথ্য আপলোড করার নিরিখেই নম্বর দিলেন অভিষেক।

কলকাতা: অভিষেক ‘স্যর’-এর ক্লাস। কারা পাশ করলেন, কারাই বা ফেল হলেন? দলের সেকেন্ড-ইন-কমান্ডের চোখে কে হলেন ভাল? কেই বা মন্দ? সূত্রের খবর, নির্বাচন কমিশন যেমন তথ্য আপলোড করছে, একই ভাবে তথ্য ভান্ডার তৈরি করছে তৃণমূলের বিএলএ ২ রা। সোমবার এই তথ্য আপলোড করার নিরিখেই নম্বর দিলেন অভিষেক।

দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেকের বিচারে ভাল নম্বর পেয়েছেন হরিপাল ও ধনেখালির বিধায়ক। কিন্তু পিছিয়ে রয়েছেন ৮টি বিধানসভার বিধায়ক। এই তালিকায় নাম রয়েছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁর অবশ্য দাবি, ‘ক্য়াম্পে যাচ্ছি। ছবিও আপলোড করছি। ঘন ঘন যেতে হবে বলে জানা নেই।’