Ilish: রাস্তায় পড়ে ভর্তি ইলিশ!

Ilish: রাস্তায় পড়ে ভর্তি ইলিশ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 15, 2023 | 10:48 PM

Kakdwip: আজ বিকেলে কাকদ্বীপের কালিনগর দাস পাড়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইলিশ ভর্তি একটি ম্যাটাডোর। ক্যারেট বোঝাই প্রায় তিন টনের বেশি ইলিশ ছড়িয়ে পড়েছিল জাতীয় সড়কের পাশে।

আজ বিকেলে কাকদ্বীপের কালিনগর দাস পাড়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইলিশ ভর্তি একটি ম্যাটাডোর। ক্যারেট বোঝাই প্রায় তিন টনের বেশি ইলিশ ছড়িয়ে পড়েছিল জাতীয় সড়কের পাশে। দুর্ঘটনার পরেই গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায়। খবর পেয়েই জাতীয় সড়কের পাশে ছড়িয়ে থাকা ইলিশ কুড়োতে দৌড়ে আসেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। দ্রুত সেই খবর চাউর হতেই আশেপাশের গ্রামের কয়েকশো বাসিন্দার ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। তবে ইলিশের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হারুউড পয়েন্ট উপকূল থানার পুলিশও। পুলিশ দেখে বাসিন্দাদের কেউ কেউ তড়িঘড়ি রাস্তায় পড়ে থাকা ইলিশ তুলে নিয়ে দে ছুট। তবে বেশিরভাগ ইলিশ লুট হওয়ার হাত থেকে রক্ষা করেছে পুলিশ। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ট্রলার মালিকের লোকজনেরা। তারাই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ইলিশ কুড়িয়ে ক্যারেট ভর্তি করে নিয়ে যায়। ইলিশ ভর্তি করে ম্যাটাডোরটি কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মৎস্য আড়তে আসছিল।

Published on: Sep 15, 2023 08:41 PM