Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pushpa 2 Accident: ভয়ানক বাস দুর্ঘটনা, আহত 'পুষ্পা ২' ছবির কাস্ট

Pushpa 2 Accident: ভয়ানক বাস দুর্ঘটনা, আহত ‘পুষ্পা ২’ ছবির কাস্ট

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 01, 2023 | 10:30 PM

‘পুষ্পা ২’ ছবির সেটে ভয়ানক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই এল খবর। বুধবার অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় এক ভয়ানক পথ দুর্ঘটনায় আক্রান্ত বাসবোঝাই ‘পুষ্পা ২’-এর ছবির কাস্ট। মাঝ রাস্তায় হঠাৎই সেই গাড়ি ধাক্কা মেরে বসে এক বাসকে। হায়দরাবাদের বিজয়াওয়াড়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই স্টার। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার কবলে ‘পুষ্পা ২’-এর কাস্ট
‘পুষ্পা ২’ ছবির সেটে ভয়ানক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই এল খবর। বুধবার অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় এক ভয়ানক পথ দুর্ঘটনায় আক্রান্ত বাসবোঝাই ‘পুষ্পা ২’-এর ছবির কাস্ট। মাঝ রাস্তায় হঠাৎই সেই গাড়ি ধাক্কা মেরে বসে এক বাসকে। হায়দরাবাদের বিজয়াওয়াড়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই স্টার। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলা সিরিয়ালের TRP
সাপ্তাহিক টিআরপির তালিকায় বেশ কয়েক সপ্তাহ পর ফিরল ‘গৌরী এল’ ধারাবাহিক। প্রথম স্থান হারাল ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’। অন্য দিকে, সেরা দশে আবারও ফিরে এল ‘গাঁটছড়া’। যদিও তালিকায় স্থান নেই জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর।

শোকে ডুবলেন আলিয়া
দাদুকে হারালেন আলিয়া ভাট। পিতৃহারা সোনি রাজদান। ৯৫ বছর বয়সে মারা গেলেন নরেন্দ্র নাথ রাজদান। ছোট থেকেই দাদুর সঙ্গে নানা স্মৃতি জড়িয়ে রয়েছে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে স্মৃতিচারণায় ডুব দিয়েছেন আলিয়া।

শেষ হল ‘মিঠাই’
শেষ হল জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। সোমবার আর সেটে দেখা মিলেনি কারও। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অভিনেতা আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু। দর্শকদের ভালবাসায় ভরছে কমেন্ট বক্স। অনুরাগীরা অনেকেই নানা উপহার নিয়ে এসেছিলেন তাঁদের ভালবাসার ‘মিঠাই’-এর জন্য।

বিতর্কের জবাব সারার
শিবপুজো করে আরও একবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেন অভিনেত্রী সারা আলি খান। তবে এবার আর চুপ থাকলেন না। তিনি সাফ জানিয়ে দিলেন, অভিনয় নিয়ে কারও কোনও মন্তব্য থাকলে তিনি শুনবেন, কিন্তু বিশ্বাসের জায়গাটা তাঁর ব্যক্তিগত। এই নিয়ে চর্চায় তিনি নজর দিতেই চান না।

বিতর্কে পরীমণি
ফের বিতর্কের কেন্দ্রে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। এবার সরাসরি তোপ দাগলেন অভিনেত্রী সুনেরাহর উদ্দেশে। পরীমণির অভিযোগ, সুনেরাহ তাঁর আর রাজের বিয়ে ভাঙতে চান। তাই দরকারে আইনি পদক্ষেপ করতেও প্রস্তুত তিনি। এই বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং তানজিন তিশার। সামনে এসেছে ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষির নামও।

মালাইকা অন্তঃসত্ত্বা
মালাইকা আরোরা অন্তঃসত্ত্বা, মিথ্যে খবর ছড়িয়ে পড়ার পরই সংবাদমাধ্যমের উদ্দেশে কড়া বার্তা দিলেন বয়ফ্রেন্ড অর্জুন কাপুর। সাফ মন্তব্য অভিনেতার, খবর একবার যাচাই করে নেওয়া উচিত। সেলেবদের জীবন ব্যক্তিগত হয় না ঠিকই, কিন্তু এইভাবে মিথ্যে খবর ছড়িয়ে পড়াটা উচিত নয়।

উর্বশীর ১৯০ কোটির বাড়ি
এক কোটি দু’কোটি নয়—১৯০ কোটি টাকা দিয়ে প্রাসাদোপম বাড়ি কিনলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা, সূত্রের দাবি তেমনটাই। সাজানো বাগান থেকে শুরু করে ব্যক্তিগত জিম, অসাধারণ অন্দরসজ্জা—উর্বশীর স্বপ্নের বাড়ি দেখলে চমকে যাবেন। তবে নিন্দুকদেরও কটাক্ষ, “সিনেমা ফ্লপ, হাতেও কাজ নেই, এত টাকা উর্বশী পান কী করে?”

সৃজিতের কানে হুল ফোটাল মৌমাছি
মধ্যপ্রদেশে আগামী সিরিজ ‘ব্যোমকেশ’-এর শুটিং করতে হাজির হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর গোটা টিম। কিন্তু সেখানে গিয়ে যে এমন বিড়ম্বনার মধ্যে পড়তে হবে তাঁকে, তা হয়তো নিজেও ভাবেননি পরিচালক। জঙ্গলের মধ্যে শুটিং করতে গিয়ে টিম ব্যোমকেশকে ধাওয়া করে মৌমাছির দল। চিত্রগ্রাহক সৌমিক হালদার-সহ অনেককেই খেতে হয় মৌমাছির কামড়। শুধু কি তাই? নিস্তার নেই পরিচালকেরও। তাঁর কানেও হুল ফুটিয়েছে মৌমাছি।