Panchayat Election 2023: অভিযুক্ত ঘুরছেন বহাল তবিয়তেই!
Pandua: আর জিতলে খেলা তো হবেই। ভোটের দিন হিংসা হয়েছে, ভোট পরবর্তি হিংসার আশঙ্কায় বাহিনী দশ দিন রাখার কথা বলেছে হাইকোর্ট।।
ব্যালট পেপারে গন্ডোগোলের জেরে ভোটের দিন বুথে ঢু্কে ভোট কর্মিদের হেনস্থা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে,পান্ডুয়ার সেই বুথে পুনর্নির্বাচনের দিন স্বমহিমায় দেখা গেলো তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষকে।সাতঘরিয়া স্কুলের বুথে না ঢুকলেও বুথের বাইরে দলীয় কর্মিদের নিয়ে সময় কাটালেন।সংবাদ মাধ্যমের সামনে বললেন,আগামী কাল ভোট গণনা শেষে খেলা হবে।সঞ্জয় বলেন,বিপক্ষ না থাকলে খেলা হয়না।তাই আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রেখে ভোট করতে দিয়েছি।চাইলে একটা বুথেও নমিনেশন করতে দিতাম না।সেটা তো করিনি।আমরা গুজরাট মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ আসাম বানাইনি।আমরা যদি মনে করতাম দল যদি মনে করতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করত তাহলে খেলার মাধ্যমে সব শেষ হয়ে যেত।খেলা তো হবেই এবার হকিস্টিক দিয়ে খেলব পায়ে খেলব না হাতে খেলব সেটা এগারো তারিখে দেখতে পারবেন।আমরা কাউকে ধমকাইনি চমকায়ওনি কিন্তু সব পঞ্চায়েত সব পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে জিতব। আর জিতলে খেলা তো হবেই। ভোটের দিন হিংসা হয়েছে, ভোট পরবর্তি হিংসার আশঙ্কায় বাহিনী দশ দিন রাখার কথা বলেছে হাইকোর্ট।।