Panchayat Election 2023: আদিবাসীদের ঘেরাওয়ে গুসকরা ফাঁড়ি
Panchayat Election East Bardhhaman: গত শনিবার ভোটের দিন, পূর্ব বর্ধমানের আউশগ্রামের লক্ষ্মীগঞ্জ গ্রামে আক্রান্ত হন মাতাল মুর্মু নামে এক আদিবাসী যুবক। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার আউশগ্রামের গুসকরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাল আদিবাসী সংগঠনের সদস্যরা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
ভোটের দিন অর্থাৎ গত শনিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের লক্ষ্মীগঞ্জ গ্রামে আক্রান্ত হন মাতাল মুর্মু নামে এক আদিবাসী যুবক। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার আউশগ্রামের গুসকরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠনের সদস্যরা। ঘটনায় উত্তেজনা ছড়ায়। প্রায় তিনশো সশস্ত্র আদিবাসী পুরুষ মহিলা বিক্ষোভে সামিল হয়।এই ঘটনায় অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মাতাল মুর্মু কোনও রাজনৈতিক দলের কর্মী নন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। মাতাল মুর্মু পেশায় জনমজুর।পুলিশ সূত্রে জানা গেছে মাতাল মুর্মুর শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো।তাকে বর্ধমানের জাতীয় সড়কের ধারে বামচাঁদাইপুরের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়েছে।
Latest Videos