Prakash Chik Baraik: চা বলয়ে খুশির হাওয়া
চাবলয়ে খুশির হাওয়া। রাজ্যসভা নির্বাচনে এবার প্রার্থী করা হচ্ছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইককে। জেলার প্রত্যন্ত কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা বাগানের একজন কর্মী থেকে এই জায়গায় উঠে এসেছেন তিনি।
আলিপুরদুয়ার: চাবলয়ে খুশির হাওয়া। রাজ্যসভার সাংসদ এ এবার প্রার্থী করা হচ্ছে আলিপুরদুয়ার জেলা তৃনমূল সভাপতি প্রকাশ চিক বড়াইককে। জেলার প্রত্যন্ত কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা বাগানের একজন কর্মী কিংবা তৃনমূলের অঞ্চল সভাপতি থেকে তৃনমূলের জেলা সভাপতি। এরপর রাজ্যসভার সাংসদে প্রার্থী।এই উত্তরনে খুশি প্রকাশ চিক বড়াইক।এদিন সকালে নাম ঘোষনার পরই কর্মী ও সমর্থক দের ভীড় জমে তাঁর বাড়িতে।তাকে পরিয়ে দেওয়া হয় খাদা। আদিবাসী নিয়মে তাকে পরিয়ে দেওয়া হয় টীকা।আনন্দে উদ্বেল চাবলয়।প্রকাশ বলেন,আমি ভাবতেই পারিনি।রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক ব্যানার্জী আমাকে এতবড় সুযোগ দেবেন।জাতি ধর্ম নির্বিশেষে এলাকায় জন্য আমি সময় রয়েছি।উত্তরবঙ্গের চাবলয়ে এই প্রথম কাউকে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী করা হচ্ছে।
Latest Videos