Repoll in Jalpaiguri: বৃষ্টি মাথায় ভোটের লাইনে জলপাইগুড়ি!
এদিন ভোর থেকেই বিরামহীনভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়ি জেলায়। সেই বৃষ্টি উপেক্ষা করেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকায় আজ অনেক স্বস্তিতে ভোটাররা।
জলপাইগুড়ি: সোমবার রাজ্যের অন্যান্য জেলাগুলির সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রিপোলিং হচ্ছে। এদিন ভোর থেকেই বিরামহীনভাবে এক নাগাড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কিন্তু গ্রামের মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করেই ভোটের লাইনে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকায় আজ অনেক স্বস্তিতে রয়েছেন ভোটাররা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আজ জলপাইগুড়ির ১৪ টি বুথের ৪০ টি আসনে পুনরায় ভোট গ্রহন করা হবে। যার মধ্যে নাগরাকাটার ১টি, মালবাজারের ১টি, জলপাইগুড়ি সদরের ২টি,রাজগঞ্জ ব্লকে ৯টি, মেটেলি ব্লকের ১টি বুথ রয়েছে। ৫০টি আসনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ১৪টি,পঞ্চায়েত সমিতির ১৩টি, জেলা পরিষদের ১৩টি আসন রয়েছে। এই বুথগুলিতে এদিন ফের ভোট নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
Latest Videos