Repoll in Arambagh: নিরাপত্তাহীনতায় প্রায় ৭০০ ভোটার!

Repoll in Arambagh: নিরাপত্তাহীনতায় প্রায় ৭০০ ভোটার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 10, 2023 | 4:59 PM

ভোট দিতে যাবেন না আরামবাগের হিয়াৎপুর শেখপাড়ার ২৮৭ নং বুথের বাসিন্দারা। শনিবার এই বুথে যেভাবে মুড়ি-মুড়কির মত বোমাবাজি হয়েছে,তাতে শেখপাড়ার বাসিন্দারা আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছে প্রায় ৭০০ ভোটার।

আরামবাগ: ভোট কেন্দ্রে ভোট চলছে। প্রচুর পুলিশও রয়েছে। তবু ভোট দিতে গেলেন না প্রায় ৭০০ গ্রামবাসী। কিন্তু কেন? শনিবার আরামবাগের হিয়াৎপুরের ২৮৭ নং বুথে যেভাবে মুড়ি মুড়কির মত বোমাবাজি হয়েছে,যে ভাবে গুলি চলেছে, যেভাবে বেধড়ক মারধর করা হয়েছে যার জেরে এখনও দুজনের অবস্থা আশংকাজনক। এর ফলে, শেখপাড়ার বাসিন্দারা আতঙ্কিত। নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ভেতর আক্রান্ত হন প্রিসাইডিং অফিসার। মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। দুপুরেই পুলিশ এখানে ভোট বন্ধ করে ভোট কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়। রিপোলিং এর দিন শেখপাড়ার বাসিন্দারা ভোট দিতে গেলে নিরাপত্তা কে দেবে? বাসিন্দাদের অভিযোগ ভোট দিতে গেলে ফের রাতে অত্যাচার শুরু হবে। তাই তারা আর কোনদিনই ভোট দিতে যাবেন না। কারণ শনিবার নির্দল প্রার্থী ও তাদের এজেন্টদের ব্যাপক মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়৷ আর তাই গোটা গ্রামের মহিলা ও পুরুষ উভয়েই ব্যাপক আতঙ্কিত। আর কেউই তাই জীবনের ঝুঁকি নিতে যাবেন না। কারণ পুলিশের উপরেও তাদের কোন ভরসা নেই। এমনই আতঙ্কিত মানুষজন তাদের দাবি পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যদি তাদের এক একজনকে সঙ্গে করে নিয়ে যায়, আবার ভোট দেওয়া হয়ে গেলে বাড়ি পৌঁছে দেয় তাহলেই ভোট দিতে যাবেন। অথবা তাদের পাড়ায় যে অঙ্গনওয়াড়ী কেন্দ্র আছে সেখানে বুথ করে দিলে তবেই ভোট দেবেন। নচেৎ ভোট দেবেন না কেউই।