Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dipankar De News: সন্তানহারা দীপঙ্কর দে

Dipankar De News: সন্তানহারা দীপঙ্কর দে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 31, 2023 | 9:24 PM

অভিনেতা দীপঙ্কর দে’র পরিবারে বড় বিপর্যয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা আগেই ছিল। শনিবার বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৈশালীকে। সেখানেই তিন বার অ্যাটাক হয়, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর স্বামী অনিল কুরিয়াকোসো ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন দীপঙ্কর।

মেয়েকে হারালেন দীপঙ্কর
অভিনেতা দীপঙ্কর দে’র পরিবারে বড় বিপর্যয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা আগেই ছিল। শনিবার বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৈশালীকে। সেখানেই তিন বার অ্যাটাক হয়, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর স্বামী অনিল কুরিয়াকোসো ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন দীপঙ্কর।

অসুস্থ স্বস্তিকা
এক বিশেষ ব্যক্তির সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ব্লাড টেস্টের প্রয়োজন হলেই যাঁকে ডেকে থাকেন অভিনেত্রী, আর তিনিও খুব যত্নের সঙ্গে সম্পূর্ণ কাজটা করেন। রাখী উপলক্ষ্যে এই বিশেষ দাদার সঙ্গেই ভক্তদের আলাপ করালেন। আর জানালেন আগামী সপ্তাহেই তাঁর অস্ত্রোপচার—তাই এই টেস্ট করানো। শোনামাত্রই উদ্বেগ ভক্ত মহলে।

শুরু ‘প্রধান’-এর শুট
কলকাতার পর এবার উত্তরবঙ্গ। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল উত্তরবঙ্গের দেব-সৌমিতৃষার ‘প্রধান’ ছবির শিডিউল শুট। গোটা টিম মিলে উড়ে গেলেন তাই শিলিগুড়ি। ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা বিশ্বনাথ বসু। মুহূর্তে তা ভাইরাল নেটপাড়ায়।

বাদ পড়লেন সম্পূর্ণা
২০২২ সালে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়াল দিয়ে টেলিভিশনে কামব্যাক করেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। সুহানার ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তবে সাম্প্রতিক খবর বলছে, ওই ধারাবাহিক থেকে বাদ পড়েছেন তিনি। কেন? সম্পূর্ণা জানিয়েছেন, এটি মোটেও তাঁর সিদ্ধান্ত নয়। চ্যানেল ও প্রযোজনা সংস্থা যৌথভাবে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে।

টিআরপির ফলাফল
আরও একটা সপ্তাহ। টিআরপি চার্ট আবারও সামনে। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান নিয়ে দুই ধারাবাহিকের মধ্যে চলছে জোর টক্কর। দু’টি হল ‘জগদ্ধাত্রী’ ও ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহের আগের সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’র এতদিনের রেকর্ড ভেঙে প্রথম হয়েছিল ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে যদিও উল্টে গিয়েছিল হিসেব। এই সপ্তাহে আবারও টপার ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থানে ‘অনুরাগের ছোঁয়া’ আর তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’।

বন্ধ হচ্ছে ‘গুড্ডি’?
৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রানি’। কোন ধারাবাহিকের কপাল পুড়তে চলেছে তা নিয়ে চলছিল আলোচনা। শেষ হয়েছে ‘পঞ্চমী’। এবার শোনা যাচ্ছে, শেষ হচ্ছে আর এক ধারাবাহিকও। তা হল ‘গুড্ডি’। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সম্প্রচার শুরু হয় এই সিরিয়ালের। শ্যামৌপ্তি মুদলি এবং রণজয়ের জুটি অনুরাগীদের বেশ মনেও ধরেছিল অনুরাগীদের। তাঁদের অফস্ক্রিন প্রেমের গুঞ্জনও বর্তমানে শোনা যাচ্ছে টেলিপাড়ায়।

সোশ্যাল মিডিয়ায় নয়নতারা
বৃহস্পতিবার ভক্তদের চমকে দিয়ে সারপ্রাইজ় দিলেন দক্ষিণী স্টার নয়নতারা। ‘জওয়ান’ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় প্রথম পদক্ষেপ করলেন। খুললেন নিজের ইনস্টা অ্যাকাউন্ট। সেখানে প্রথম ছবিটাই দিলেন দুই সন্তানের সঙ্গে। ভক্তরা জানালেন স্বাগত।

রাখীর আর্জি
মক্কা থেকে উমরাহ করে ফিরলেন রাখী সাওয়ান্ত। তাঁদের দেখামাত্রই শুরু পুষ্পবৃষ্টি। তারই মাঝে বিস্ফোরক আর্জি রাখীর। প্রকাশ্যে আবেদন করে বসলেন, রাখী নয়, তাঁকে ফতেমা বলেই যেন সম্বোধন করা হয়। কারণ বিবাহসূত্রে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটাই এখন তাঁর পরিচয়।

এষার সাফাই
বাবা ধর্মেন্দ্র এই বয়সে এসেও লিপলকে ভাইরাল। বিষয়টা কেমন লেগেছে মেয়ে এষা দেওলের? প্রশ্ন করতেই রাখঢাক ছাড়া উত্তর দিলেন এষা, বললেন, ”আমার তো বাবা, তাই দর্শকের মাঝে অনেক অংশ দেখাই আমার জন্য অস্বস্তিকর। তবে বাবা এমনই, ভীষণ রোম্যান্টিক, আর দিনের শেষে তিনি অভিনেতা।”