অভিনেতা, ক্রিকেটার থেকে বিডিও; হিয়ারিংয়ে ডাক পড়ছে কেন?
এসআইআর-র হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ তুলে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের অকারণে শুনানিকেন্দ্রে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির জন্য ডাকা হচ্ছে। এবার সেই তালিকায় দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবারই ডাকা হয়েছিল তাঁকে। তবে খেলায় ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি তিনি। পরে যাবেন বলে জানিয়েছেন। শুনানিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী লাবণী সরকার ও তাঁর স্বামী অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ও। এদিন ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবকেও শুনানির নোটিস দেওয়া হয়েছে। তবে দেব জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। শুধু তারকারা নন, জলপাইগুড়ির এক বিডিও-কেও শুনানিতে ডাকা হয়েছিল। কেন তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল।
এসআইআর-র হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ তুলে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। বৈধ ভোটারদের অকারণে শুনানিকেন্দ্রে ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির জন্য ডাকা হচ্ছে। এবার সেই তালিকায় দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবারই ডাকা হয়েছিল তাঁকে। তবে খেলায় ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি তিনি। পরে যাবেন বলে জানিয়েছেন। শুনানিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী লাবণী সরকার ও তাঁর স্বামী অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবকেও শুনানির নোটিস দেওয়া হয়েছে। তবে দেব জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। শুধু তারকারা নন, জলপাইগুড়ির এক বিডিও-কেও শুনানিতে ডাকা হয়েছিল। কেন তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল।
শীতের কামড় কতদিন থাকবে? কী বলছে আবহাওয়া দফতর?
কাজের চাপেই মৃত্যু! ৪৮-এর সম্পৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ
মতুয়াগড়ে অভিষেক, মতুয়া মহাসঙ্ঘের সঙ্গে প্রস্তুতি বৈঠক প্রশাসনের
মতুয়াদের একাংশকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শান্তনু ঠাকুর

