Mimi Chakraborty Marriage: টলিউডের প্রথম সারির অভিনেত্রীর বিয়ে কি সামনে?
মিমি চক্রবর্তী, টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। একই সঙ্গে টলিউডের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যাচেলরও। আগামী বছরেই কি তাঁর বিয়ে? প্রশ্ন শুনেই মিমির উত্তর, "এখন বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তা ছাড়া আমি এখন কারও সঙ্গে প্রেমও করি না, ফলে বিয়ে কী করে করব?’
২৪-এ বিয়ে মিমির?
মিমি চক্রবর্তী, টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। একই সঙ্গে টলিউডের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যাচেলরও। আগামী বছরেই কি তাঁর বিয়ে? প্রশ্ন শুনেই মিমির উত্তর, “এখন বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তা ছাড়া আমি এখন কারও সঙ্গে প্রেমও করি না, ফলে বিয়ে কী করে করব?’
এবার সত্যজিৎ আমির!
গত কয়েকটি ছবিতে ভাগ্য ফেরেনি আমির খানের। চলতি বছরে মুক্তি পায়নি একটিও ছবি। তবে বছর শেষে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। একটি ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। ছবি চোখে পড়া মাত্রই নেটিজেনদের প্রশ্ন, বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের লুক? এবার কি তাঁর বায়োপিকে লাল সিং চাড্ডা?
অনুপমের জন্য হুলস্থূল
বেড়াচাঁপা বীণাপানি স্কুল সংলগ্ন দেবালয় স্পোর্টিং ক্লাবের ময়দানে চলতি মাসের ২২ তারিখ শুরু হয়েছিল বইমেলা। সেই বইমেলাতেই শনিবার রাতে অনুপম রায়ের শো ছিল। অনুপম আসছেন জেনে দুপুর থেকেই ভিড় বাড়তে থাকে ক্রমশ। সন্ধে হতেই তা হয়ে যায় লাগামছাড়া। এতটাই হুড়োহুড়ি হয় যে পদপিষ্ট হয়ে জখম হন ৫ জন। শো’টিও বাতিল হয়ে যায়।
স্বজনহারা সায়ন্তিকা
বছরের শেষেই মন খারাপ করে দেওয়া খবর। প্রিয় পোষ্যকে হারালেন অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে আদরের পোষ্যকে নিয়ে একটি হৃদয় নিংড়ানো পোজ করেছেন তিনি। যা দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না কেউই। সবার একটাই প্রশ্ন, “এত তাড়া ছিল?’
জন্মদিনে প্রিয়াঙ্কা
রমরমিয়ে বিয়ে, তারপর সন্তান, বিবাহ বিচ্ছেদ। পর্দার অন্যতম চর্চিত জুটি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তাঁরা আবারও ঘর বেঁধেছেন। এবার স্ত্রীর জন্মদিনে পুরোনো এক ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, আমি তোমায় ভালবাসি, শুভ জন্মদিন।
রোজগারের টাকা কী করেন সৌমি?
টলিউডের ট্রেন্ডিং স্টার সৌমিতৃষা কুন্ডু আয়ের অধিকাংশ টাকায় কি করেন জানেন? সৌমির কথায়, আমায় নেশা শপিং করা। মন ভাল হোক কিংবা মন খারাপ, বিশেষ করে রাতের দিকে, হাতে ফোন ফেলেই শপিং। ওখানেই বেশি টাকা খরচ হয়ে যায়।
বছর শেষে প্রেম নিবেদন
প্রকাশ্যে এবার প্রেমিক রুবেল দাসকে প্রেম নিবেদন করলেন শ্বেতা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় বললেন, ”প্রথম যখন দেখা হয়েছিল, তখন জানতাম না তুই এত আপন হয়ে যাবি। নতুন বছরে সবাই কত কী চায়…, আমি চাই সেই পুরোনো তোর সঙ্গই।”
এ কী বললেন সলমন!
সানি লিওনকে নিয়ে মুখ খুললেন এবার সলমন খান। এক সংবাদ মাধ্যমে সানির প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি শুনেছি ওনার ভিডিয়োতে প্রচুর ক্লিক। আমরা সবাই কিছু না কিছু কাজ করি, আপনি সাংবাদিক, আমি অভিনেতা, তিনি অন্য কিছু করেন, পরিবার মেনে নিচ্ছে, আবার কী? তবে আমি ওনার ভিডিয়ো কোনওদিন দেখিনি।
তাড়াহুড়োর বিয়ে
‘১৯ তারিখে হ্যাঁ বলার পর ২৪ তারিখে বিয়ে!’ হ্যাঁ, এমনটা ঘটেছে আরবাজ খান ও সুরহা খানের সঙ্গে। এমনই জানিয়েছেন সুরহা। এক পানশালায় সুরহাকে প্রপোজ করেন আরবাজ। পাশে ছিলেন আরবাজের ছেলে আরহান খানও। সুরহার কথায়, “পুরো বিষয়টা খুবই তাড়াতাড়ি ঘটেছে।’’