Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী নেহা

গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী নেহা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2024 | 12:12 AM

দুই সন্তানের মা অভিনেত্রী নেহা ধুপিয়া। সন্তানধারণের পর অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রীর। বিশেষ করে দ্বিতীয় সন্তানের জন্মের পরে তাঁর ওজন বৃদ্ধির প্রবণতা হাতের বাইরে চলে গিয়েছিল। কিন্তু গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী। তার জন্য অবশ্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। ওজন কমতেই ফের বিভিন্ন কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানান নেহা।

কী বলছে আমির-পুত্র?
ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে বলিউড তারকা আমির খানের পুত্র জুনায়েদ খানের প্রথম অভিনীত ছবি ‘মহারাজ’। ছবিতে তারকা সন্তানের অভিনয় প্রশংসা কুড়িয়েছে নানা মহলে। কিন্তু পিতা আমির তা দেখে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “আমার অনেক কিছু মনে হচ্ছে। কিন্তু তোমার যা মন চায়, তাই করো।”

জাভেদের ৭.৭৬ কোটির সম্পত্তি
সম্পত্তি বাড়ালেন জাভেদ আখতার। মুম্বইয়ের জুহুতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। কত দাম জানেন সেই অ্যাপার্টমেন্টের? ৭.৭৬ কোটি টাকা। তবে অ্যাপার্টমেন্ট বিশাল বড় নয়। মাত্র ১১৯৯.৪২ স্কোয়্যার ফিট।

জাপান যাচ্ছে শাহরুখের ‘জওয়ান’
জাপানে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। শাহরুখের জন্ম মাসেই তাঁর এই ছবি দেখবেন জাপানবাসী। ২৯ নভেম্বর সেখানে প্রিমিয়ার হবে ছবির। পোস্ট শেয়ার করেছেন জাপানি গেম ডিজ়াইনার হেদিও কোজিমা। বোঝাই যাচ্ছে, জাপানিদের মধ্যেও বলিউড এবং শাহরুখকে নিয়ে উন্মাদনা রয়েছে।

খুশির মেজাজে শ্রাবন্তী
NABC-তে গিয়ে খুশির মেজাজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিনেত্রী বললেন, আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার NABC-তে। দারুণ অভিজ্ঞতা। আমেরিকাতে এসে আমার মনে হচ্ছে কোনও বাঙালি পুজোতে এসে গিয়েছি। আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে। আমার ছবিও এখানে দেখানো হচ্ছে।

ভারতে জাস্টিন
ভারতে অবতরণ করলেন জাস্টিন বিবার! শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন বিবার। আগামী ১২ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত ও রাধিকা জুটি।

এ কী বললেন সোনাক্ষী?
গত কয়েক বছর ধরে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেম ছিল বলিউডের ওপেন সিক্রেট। সদ্য বিয়ে করেন জুটি। হানিমুনের নতুন ছবি শেয়ার করে সেই অনুভূতির কথা ভাগ করে নিলেন বলিউডের ‘দাবাং গার্ল’। সেলফি শেয়ার করে সোনাক্ষী লেখেন, ‘এটা নর্ম্যালভাবে পোস্ট করছি, গত ৭ বছর ধরে শুধু কাছের বন্ধুদের সঙ্গে আর নয়। এটা ভেবে দারুণ লাগছে’।

কত টাকা?
আগামী ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের। ৫ জুলাই মুম্বইয়ে অম্বানিদের বাড়িতে বসতে চলেছে সঙ্গীতের অনুষ্ঠান। সেখানেই গান গাইতে আসছেন পপ তারকা জাস্টিন বিবার।মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়েতে গান গাইতে এসে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন জাস্টিন? শোনা যাচ্ছে, প্রায় ৮৩ ক‌োটি টাকা নিচ্ছেন জাস্টিন।

নাতাশার আর্তি
ঘূর্ণিঝড়ের জন্য বার্বাডোজ়ে আটকে থাকার পরে অবশেষে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। বৃহস্পতিবার সকালে দিল্লিতে নামে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল। তাঁদের ঘিরে যখন উচ্ছ্বাস মধ্যগগনে তখন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তানকোভিচের এক পোস্ট নিয়ে ফের জল্পনা। হার্দিক দেশে ফিরতে পোস্টে ঈশ্বরের কাছে রক্ষা করার কাতর আর্তি জানালেন নাতাশা!

একবারে ২৩ কেজি কমল নেহার!
দুই সন্তানের মা অভিনেত্রী নেহা ধুপিয়া। সন্তানধারণের পর অনেকটাই ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রীর। বিশেষ করে দ্বিতীয় সন্তানের জন্মের পরে তাঁর ওজন বৃদ্ধির প্রবণতা হাতের বাইরে চলে গিয়েছিল। কিন্তু গত এক বছরে ২৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী। তার জন্য অবশ্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। ওজন কমতেই ফের বিভিন্ন কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানান নেহা।