Oindrila Sen: নায়িকার বাবাকে পিষে দেয় বাস

Oindrila Sen: নায়িকার বাবাকে পিষে দেয় বাস

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 03, 2023 | 6:17 PM

Tollywood News: বাংলা সিনেমার পরিচিত মুখ ঐন্দ্রিলা সেন। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঐন্দ্রিলা তাঁর বাবাকে হারান। সাইকেলে চেপে ঐন্দ্রিলার বাবা বাজারে যাচ্ছিলেন। একটি বেসরকারি বাস শীলপাড়া ফায়ার ব্রিগেডের কাছে তাঁকে পিষে দেয়।

বাংলা সিনেমার পরিচিত মুখ ঐন্দ্রিলা সেন। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঐন্দ্রিলা তাঁর বাবাকে হারান। সাইকেলে চেপে ঐন্দ্রিলার বাবা বাজারে যাচ্ছিলেন। একটি বেসরকারি বাস শীলপাড়া ফায়ার ব্রিগেডের কাছে তাঁকে পিষে দেয়। সেই সময়ে ঐন্দ্রিলার বয়স খুবই কম। টিভি সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করে আজ বড় পর্দার নায়িকা ঐন্দ্রিলা। ম্যাজিক, লাভ ম্যারেজ, বন্ধন ছবিতে অভিনয়ে করেছেন ঐন্দ্রিলা।

সম্প্রতি তিনি তাঁর ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন। বাবা ও মায়ের সঙ্গে ছোট্ট ঐন্দ্রিলা। মায়ের কোলে মাথায় তালপাতার টুপি। টুপিতে লাল পালক। ছোট্ট ঐন্দ্রিলার মুখ কাঁদো কাঁদো। মায়ের পাশে দাঁড়িয়ে বাবা। ছবির ক্যাপশন আমার মনের মধ্যে সারাজীবন। কোথাও কি বাবার জন্য মন কেমন ঐন্দ্রিলার? টলিপাড়ার জনপ্রিয় নায়িকা ১৪ বছর সম্পর্কে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। খুব শীঘ্রই তাঁরা বিয়ের পিড়িতে বসবেন।