Sandipta-Soumya Wedding: কী এমন ঘটল সন্দীপ্তার সঙ্গে হঠাৎ...?

Sandipta-Soumya Wedding: কী এমন ঘটল সন্দীপ্তার সঙ্গে হঠাৎ…?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 07, 2023 | 11:12 PM

Tollywood News: বছর দুই প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেন আর সৌম্য মুখোপাধ্যায়। কাজের সূত্রেই তাঁদের আলাপ। শুক্রবার, ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে খোলা বাগানে বিয়ে করার কথা তাঁর। কিন্তু অসময়ে বৃষ্টির কারণে পুরো পরিকল্পনাই মাঠে মারা গিয়েছে যে... যদিও যথা সময়েই বিয়ে হয়েছে তাঁদের।

১১টা অপারেশন?
এ কী বললেন শাহরুখ খান? সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, তরুণ শাহরুখ যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন, ঠিক একইভাবে একই পোশাকে ‘ডানকি’-তে তিনি দৌড়চ্ছেন। ভিডিয়োটি দেখে শাহরুখ বলেন, “দৌড়-ই জীবন। ১১টা অপারেশনের পরও যে এই পোশাক গায়ে হয়, এটা ভেবেই আমি গর্বিত।”

‘অ্যানিম্যাল’-এর সমালোচনা
ছবি মুক্তির পর থেকেই সমাজের একাংশ ‘অ্যানিম্যাল’ ছবিকে কটাক্ষ করেছে। এবার সেই বিতর্কে সামিল ছত্তিশগড়ের সাংসদ রঞ্জিত রঞ্জন। নয়াদিল্লিতে চলা রাজ্যসভার শীতকালীন অধিবেশনে ‘অ-বিধায়ক বিষয়গুলি নিয়ে’ আলোচনার সময় তিনি বলিউড সিনেমা ‘অ্যানিম্যাল’-কে টার্গেট করেন। তাঁর দাবি, এই সিনেমায় দেখানো হিংসা দেশের জন্য খারাপ হতে পারে।

রেগে লাল আমির
‘অ্যানিম্যাল’ ছবিটি নিয়ে আলোচনা সর্বত্র। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে রণবীর কাপুরকে ভয়ানক হিংসাত্মক চরিত্রে দেখা গিয়েছে। তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে একটি সিনে অভিনয়ও করেছেন। এসব দেখে তিতিবিরক্ত আমির বলেছেন, “পরিচালকদের ভাল গল্প বলার না থাকলে যৌনতা এবং হিংসা দেখাতে হয় পর্দায়।”

ধর্মেন্দ্রর স্ত্রীয়ের আর্তনাদ
‘অ্যানিম্যাল’ ছবিতে নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র-পুত্র ববি দেওল। ১৫ মিনিটের সিনের পর তিনি মারাও যান। তা দেখে প্রচণ্ড রেগে গিয়েছেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর। বলেছেন, “এরকম দৃশ্যে আর কোনওদিনও অভিনয় করবে না তুমি। আমি তোমাকে মরতে দেখতে চাই না আর।”

বিয়ের পিঁড়িতে সন্দীপ্তা
বছর দুই প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেন আর সৌম্য মুখোপাধ্যায়। কাজের সূত্রেই তাঁদের আলাপ। শুক্রবার, ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে খোলা বাগানে বিয়ে করার কথা তাঁর। কিন্তু অসময়ে বৃষ্টির কারণে পুরো পরিকল্পনাই মাঠে মারা গিয়েছে যে… যদিও যথা সময়েই বিয়ে হয়েছে তাঁদের।

পরম-পিয়ার হানিমুন
গোপনে বিয়ের পর্ব সেরে এখন মধুচন্দ্রিমায় পরমব্রত চট্টোপাধ্য়ায়-পিয়া চক্রবর্তী। নবদম্পতির হানিমুন কেমন কাটছে? আয়ারল্যান্ডে ছুটির মুডে বর্তমানে এই তারকা-জুটি। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করলেন তাঁরা। হাতে পানীর গ্লাস নিয়ে করলেন আদুরে পোস্ট।

সাপ্তাহিক টিআরপি
বাংলা সিরিয়ালের সাপ্তাহিক রিপোর্ট কার্ডে প্রথম স্থানে থাকল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। তবে পিছিয়ে পড়ল ‘অনুরাগের ছোঁয়া’। এক ধাক্কায় এই ধারাবাহিক সেরা পাঁচ থেকে সরে জায়গা করে নিল ষষ্ঠ স্থানে। প্রথম পাঁচে, ‘ফুলকি’, ‘কার কাছে কই মনের কথা’।

দীপঙ্করের প্রথম স্ত্রী সম্পর্কে দোলন
সম্প্রতি মনের কথা খুলে বলেছেন অভিনেত্রী দোলন রায়। তাঁর স্বামী তথা প্রবীণ অভিনেতা দীপঙ্কর দের সঙ্গে দোলনের সম্পর্ক তৈরি হওয়ার অনেক আগেই বিবাহিতা স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। দোলন বলেছেন, “দীপঙ্করের প্রথম স্ত্রীর সংসার আমার কারণে ভাঙেনি। আর সেই কারণেই আমাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক। দীপঙ্করের বড় মেয়ের মৃত্যুর পরই ওনাকে প্রথম দেখেছিলাম আমি।”

বক্ষবিভাজিকা দেখিয়ে বিপাকে
বাংলাদেশের ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন এপার বাংলার সিরিয়াল-অভিনেত্রী ইধিকা পাল। সম্প্রতি একটি ফটোশুট করেছেন, যেখানে তাঁর বক্ষবিভাজিতা সুস্পষ্ট। তা দেখে নেটিজ়েনদের একাংশ রক্তচক্ষু। এক অনুরাগী বলেছেন, “আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তম হিসেবে দেখতে চাইছিলাম।” আর এক ভক্তের কমেন্ট, “এ গুলো আশা করিনি তোমার থেকে।”