Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adani Health City: বিশ্বমানের চিকিৎসা সংক্রান্ত গবেষণা এবং কম খরচে চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচনে আদানি হেলথ

Adani Health City: বিশ্বমানের চিকিৎসা সংক্রান্ত গবেষণা এবং কম খরচে চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচনে আদানি হেলথ

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 13, 2025 | 7:52 PM

Gautam Adani: আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি গোটা দেশের শহরে শহরে এই ধরণের আরও আদানি হেলথ সিটির পরিকল্পনা করছেন বলে জানাচ্ছে সংস্থা।

আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি গোটা দেশের শহরে শহরে এই ধরণের আরও আদানি হেলথ সিটির পরিকল্পনা করছেন বলে জানাচ্ছে সংস্থা। “মায়ো ক্লিনিকের সঙ্গে যৌথ উদ্যোগে আদানি হেলথ সিটি শুরু করতে পেরে গর্বিত। এখানে চিকিৎসা সংক্রান্ত বিশ্বমানের গবেষণা এবং কম খরচে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হবে”, এক্স মাধ্যমে পোস্ট করে বলছেন তিনি।

আদানি হেলথ সিটির প্রথম লক্ষ্য হল আর্থ-সামাজিক অবস্থা না দেখে সব মানুষের সেবা করা, আগামী প্রজন্মের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া, গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমেডিক্যাল ইনফরম্যাটিক্সের উপর ফোকাস করা।