Viral Video: দু’হাতে কামাল করছে ম্যাঙ্গালুরুর আদি স্বরূপা
মিনিটে দু হাতে সর্বাধিক সংখ্যক শব্দ লেখার বিশ্ব রেকর্ড অর্জন করেছেন আদি স্বরূপা। স্থান পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
ম্যাঙ্গালুরু: সাদা চক ধরে একই সময়ে দুই হাতে করে অনর্গল লিখে চলেছে ছোট্ট মেয়ে। যে গতিতে সে লিখছে, তা অবাক করে দিতে পারে যে কাউকে। উল্টো দিক থেকেও লিখতে পারে ম্যাঙ্গালুরুর আদি স্বরূপা। আদিরই পুরনো একটি ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে। বোর্ডে লিখতে সে দুটো হাত ব্যবহার করে। বিপরীত দিক থেকে দ্রুত লিখে একই সময়ে দুটি পৃথক বাক্য লেখে সে। আদি ১১ টি বিভিন্ন স্টাইলে লিখতে পারেন। মিনিটে দু হাতে সর্বাধিক সংখ্যক শব্দ লেখার বিশ্ব রেকর্ড অর্জন করেছেন আদি স্বরূপা। স্থান পেয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মস্তিষ্কের উভয় অংশ একই সময়ে কাজ করলে এই দক্ষতা দেখা যায়। প্রতি ১০ লাখে একজনের মধ্যে দেখা যায় এই দক্ষতা। একে অ্যাম্বিডেক্সটিরিটি বলে। মহাভারতে অর্জুন ছিলেন এই গুণের অধিকারী। দু’হাতে তিরন্দাজি করতে পারতেন তৃতীয় পাণ্ডব। এই গুণের জন্য অর্জুনকে সব্যসাচী বলা হয়। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে প্রিন্সিপাল ‘ভাইরাস’, বীরু শাস্ত্রবুদ্ধের ছিল এই বিরল দক্ষতা। আদি স্বরূপার এই ভিডিয়োটির ৩.২ মিলিয়নেরও বেশি ভিউ। ৫৬,০০০ এরও বেশি লাইক পেয়েছে ভিডিয়োটি।