ISRO Aditya L1 Mission Launch: আদিত্য সাজালেন শাজি
আদিত্য সাজালেন শাজি। মহাকাশে সূর্যের উদ্দেশ্যে উড়ে গেল সৌরযান। ভারতের সৌরযান আদিত্য এল ওয়ানের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি। I
আদিত্য সাজালেন শাজি। মহাকাশে সূর্যের উদ্দেশ্যে উড়ে গেল সৌরযান। ভারতের সৌরযান আদিত্য এল ওয়ানের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি। ISRO র সৌর মিশনের মুল কারিগর তামিলনাড়ুর কৃষক পরিবারের মেয়ে। তেনকাসি জেলার সেনগোট্টাইয়ে জন্ম। ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিরুনেলভেলি থেকে। তারপর রাঁচি থেকে করেন একই বিষয়ে স্নাতকোত্তর। ১৯৮৭তে শ্রীহরিকোটায় যোগ দেন। তারপর বেঙ্গালুরুর স্যাটেলাইট সেন্টারে। ইসরোর স্যাটেলাইট টেলিমেট্রি সেন্টারের প্রধান ছিলেন তিনি।
নিগর শাজির স্বামী মধ্যপ্রাচ্যে থাকেন তিনিও ইঞ্জিনিয়ার। নিগর শাজির ছেলে নেদারল্যান্ডসের বিজ্ঞানী। তিনি বেঙ্গালুরুতে তাঁর মা ও মেয়ের সঙ্গে থাকেন। মাত্র ২ সপ্তাহ আগে চন্দ্রযান ৩ অবতরণ করেছে চাঁদের দক্ষিণ মেরুতে। সেই মিশনেও মহিলা বিজ্ঞানীদের অবদান ছিল নজর কাড়া। এরই মধ্যে আদিত্য L1 এর সফল উৎক্ষেপণেও নজির গড়লেন আর এক মহিলা বিজ্ঞানী।