Burdwan Ausgram News: আদিবাসীর রহস্যমৃত্যু!
এই ঘটনাটি ঘটেছে আউশগ্রামের সোমাইপুর লাইকিনী পাড়ায়।মৃতার নাম,সুমি সরেন।বয়স আনুমানিক ৪৫ বছর। তার আত্মীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় হাতের সমস্যার জন্য ডাক্তার দেখাতে যান তিনি। রাত গড়ালেও ফিরে আসেন নি। পরিবারের লোকজনেরা দুবার এসে খোঁজাখুঁজি করেও কোনো হদিশ মেলেনি। তাদের অনুমান কেউ তাকে খুন করেছে। যদিও কারো সঙ্গে মৃতার কোনো বিবাদ ছিল বলে তারা মনে করতে পারছেন না। এই মৃত্যু নিয়ে তাই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনাটি ঘটেছে আউশগ্রামের সোমাইপুর লাইকিনী পাড়ায়।মৃতার নাম,সুমি সরেন।বয়স আনুমানিক ৪৫ বছর। তার আত্মীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় হাতের সমস্যার জন্য ডাক্তার দেখাতে যান তিনি। রাত গড়ালেও ফিরে আসেন নি। পরিবারের লোকজনেরা দুবার এসে খোঁজাখুঁজি করেও কোনো হদিশ মেলেনি। এরপর তারা ভেবে নেন কোনো আত্মীয়ের বাড়ি হয়তো চলে গেছেন। মৃতার স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন।ছেলে বৌমার সঙ্গে থাকতেন তিনি। এরপরে আজ সকালে কিছু মানুষ কাজে যাচ্ছিলেন। সেসময় তারা দেখেন সুমির মৃতদেহ আলের পাশে পড়ে আছে। তারা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সুমি। তারা মুখে মাথায় আঘাতের দাগ। তাদের অনুমান কেউ তাকে খুন করেছে। যদিও কারো সঙ্গে মৃতার কোনো বিবাদ ছিল বলে তারা মনে করতে পারছেন না। এই মৃত্যু নিয়ে তাই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

