Firdous Samim: কেন ভাতা দিচ্ছিল রাজ্য, ব্যাখ্যা দিলেন শামিম
চাকরিচ্যুত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির নির্দেশে আপাতত এই সিদ্ধান্তে রাশ টানা হয়েছে। এদিনের রায়ের পর রাজ্যের কড়া সমালোচনা করেন মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম।
চাকরিচ্যুত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির নির্দেশে আপাতত এই সিদ্ধান্তে রাশ টানা হয়েছে। এদিনের রায়ের পর রাজ্যের কড়া সমালোচনা করেন মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম।
তিনি বলেন, “যাঁরা সাদা খাতা জমা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদেরকেই ভাতা দিতে চাইছিল সরকার। এটা দুর্নীতিকে আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অনেক দুর্নীতিগ্রস্ত নাম যাতে সামনে না আসে, সেই কারণেই এই ঘুরপথের বেনিফিটের পরিকল্পনা করেছিল রাজ্য।”
তিনি আরও বলেন, “পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। এই যে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি হয়েছে, তার সঙ্গে অনেকেই জড়িত রয়েছেন। তার মধ্যে সরকারি আধিকারিক যেমন রয়েছেন, মন্ত্রিসভার সদস্যও রয়েছেন। যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল।”
আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো