Alipurduar News:  কালচিনিতে ব্যবসা বন্ধ!

Alipurduar News: কালচিনিতে ব্যবসা বন্ধ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 21, 2023 | 8:59 PM

Alipurduar News: আলিপুরদুয়ার জেলার কালচিনি বাজার এলাকায় আক্রান্ত ব‍্যবসায়ী ও তার পিতা ।

আলিপুরদুয়ার জেলার কালচিনি বাজার এলাকায় আক্রান্ত ব‍্যবসায়ী ও তার পিতা । দুষ্কৃতীদের শীঘ্র গ্ৰেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কালচিনি দোকানপাট বন্ধ রেখে আলিপুরদুয়ার গামী রাজ‍্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা ও ব‍্যবসায়ীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় ।

গত ১৯ নভেম্বরে সন্ধ্যায় কালচিনি এলাকার চা বিক্রেতা বিকাশ সাহ দোকানে একজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় আসে এবং তার সাথে বচসা হয় অভিযোগ ঐ যুবক চা বিক্রেতা বিকাশ সাহ মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বিকাষ সাহ পিতা দীপলাল সাহ ও কানে আঘাত করে পলায়ন করে বর্তমানে বিকাষ সাহ ও তার পিতা হাসপাতালে চিকিৎসাধীন ।

এই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের শীঘ্র গ্ৰেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা ও ব‍্যবসায়ীরা। কালচিনি থেকে আলিপুরদুয়ার গামী রাজ‍্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ পৌছেছে।