AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan News: বহুদিন পর ছবি হিট, তাই কি এমন ব্যবহার 'বাদশাহ'র?

Shah Rukh Khan News: বহুদিন পর ছবি হিট, তাই কি এমন ব্যবহার ‘বাদশাহ’র?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 11, 2023 | 11:25 PM

Share

শাহরুখ খানের উপর বেজায় রেগে গেলেন তাঁর ভক্তকুল। অভিযোগ, বহুদিন পর পরপর দু'টি হিটের পরেই নাকি মাথা ঘুরে গিয়েছে কিং খানের। সম্প্রতি প্রযোজক অমৃতপাল সিংয়ের তারকা-ঘেরা দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন কিং খান। কিন্তু এ কী! শাহরুখের গাড়ি জায়গায় পৌঁছতেই পাপারাৎজির মন খারাপ। গোটা গাড়ি ঢাকা রয়েছে কালো রঙের পর্দায়। শাহরুখ খানের মুখ তো দূর, তাঁর পোশাকও দেখতে পাননি কেউই। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রেগে আগুন ভক্তরা।

 

শাহরুখকে নিয়ে বিরক্ত
শাহরুখ খানের উপর বেজায় রেগে গেলেন তাঁর ভক্তকুল। অভিযোগ, বহুদিন পর পরপর দু’টি হিটের পরেই নাকি মাথা ঘুরে গিয়েছে কিং খানের। সম্প্রতি প্রযোজক অমৃতপাল সিংয়ের তারকা-ঘেরা দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন কিং খান। কিন্তু এ কী! শাহরুখের গাড়ি জায়গায় পৌঁছতেই পাপারাৎজির মন খারাপ। গোটা গাড়ি ঢাকা রয়েছে কালো রঙের পর্দায়। শাহরুখ খানের মুখ তো দূর, তাঁর পোশাকও দেখতে পাননি কেউই। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রেগে আগুন ভক্তরা।

ফের অশ্লীলতার শিকার রশ্মিকা
সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ‘ডিপফেক’ ভিডিয়ো ঘিরে সপ্তাহখানেক ধরে আলোচনায় রয়েছেন রশ্মিকা মন্দনা। আবারও তাঁর এক ফেক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর নেপথ্যে থাকা অপরাধীদের পাকড়াও করতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। দিল্লি মহিলা কমিশনের পাঠানো নোটিসের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআরও। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় জারি করা হয়েছে অভিযোগ।

শাহরুখের ওটিটি ডেবিউ
শাহরুখ খানের আগামী ছবি ‘ডানকি’? সত্যি কি তাই, নাকি তার আগে অন্য কোনও ছবিতে দেখা যাঁবে বাদশাকে? বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে মেয়ে সুহানা খানের ডেবিউ ওটিটি সিরিজ ‘দ্য আর্চিজ়’-এ দেখা যাবে তাঁকে। যদিও এই খবরে এখনও সিলমোহর দেননি কেউই। তবে জল্পনা তুঙ্গে। ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

কলকাতায় আসবেন কাজল
‘সালাম ভেঙ্কি’ ছবির পর আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন কাজল। সেই ছবির প্রযোজক আবার তাঁর স্বামী অভিনেতা অজয় দেবগণ। ছবির নাম ‘মা’। কাজল নাকি কলকাতায় থাকবেন বেশ কিছুদিন। ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে শুরু কবে হবে সেই ছবির শুটিং। সুতরাং সেই সময় কলকাতায় আসবেন কাজল। নভেম্বরে চলছে রেইকি।

কেন এত লুকোছাপা?
বিরাট-অনুষ্কা না জানালেও সকলে এখন জেনে গিয়েছেন, রটে-যাওয়া অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভুয়ো নয়, এক্কেবারে সত্যি। বিরাট-অনুষ্কার ঘনিষ্ঠমহল এ-ও জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়, সন্তান জন্মের সুখবরই জানাবেন তাঁরা। গর্ভস্থ্য সন্তানের থেকে নজর ঘোরানোর জন্য এই সিদ্ধান্ত তারকাযুগলের।

নিকের সঙ্গে একান্ত আলোচনা
নিক জোনাসকে বিয়ে করার আগে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া নিকের সঙ্গে একান্তে কথা বলেছিলেন। মধু চোপড়া বলেছিলেন, “মায়ের মন বুঝতে চায় না। তাই নিকের সঙ্গে কথা বলা দরকার ছিল। খুব মিষ্টি ছেলে নিক। ও আমাদের বোঝে এবং আমরা ওকে বুঝি।”

শাহরুখ ভক্তের উন্মাদনা
সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের ভক্ত। অস্ট্রেলিয়ায় এক বৃদ্ধা শাহরুখ খানের প্রত্যেক জন্মদিনে চাঁদে জমি কেনেন। এমন করতে-করতে চাঁদে একর-একর জমি তিনি কিনে ফেলেছেন শাহরুখের নামে। বিষয়টিতে চমকে যান শাহরুখ। নতজানু হয়ে যান সেই বৃদ্ধার সামনে।

শ্রাবন্তীর নয়া লুক
প্রকাশ্যে এল ‘দেবী চৌধুরানী’-র অভিনেত্রী শ্রাবন্তী ভট্টাচার্যের নয়া লুক। মোট তিন লুকেই বাজিমাত করলেন তিনি। কখনও রুদ্রমূর্তী, কখনও আবার স্নিগ্ধ লুক। পরিচালক শুভজিৎ মিত্রের এই ছবির শুটিং শুরু হবে শীঘ্রই। গোটা টিমের প্রস্তুতি এখন তুঙ্গে।

অপরাজিতার টোটকা
কিছুদিন আগেই তাঁর বেহালার বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজো পালন করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এবার পালন করলেন ধন্তেরাস। ‘জল থই থই ভালবাসা’র শুটিং থেকে ফিরে প্যাস্টেল শেডের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ় পরে ধনলক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন অভিনেত্রী। সেই সঙ্গে তাঁর অনুরাগীদেরও কিছু টিপস দিলেন অভিনেত্রী। জানালেন, পরিবারের সকলের আয়ুবৃদ্ধির টোটকা।