FIFA World Cup: লজ্জায় ডুবল ব্রাজিল, চ্যাম্পিয়ন জার্মানি

FIFA World Cup: লজ্জায় ডুবল ব্রাজিল, চ্যাম্পিয়ন জার্মানি

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 13, 2022 | 1:38 PM

ফাইনালেও শেষ মুহূর্ত পর্যন্ত মেসির দেশ লড়ে যায়। ম্যাচ যখন মনে হচ্ছিল টাইব্রেকারে গড়াবে, তখন জার্মানির বাজিমাত।

কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হতে আর হাতে গোনা সাত দিন বাকি। ২০১৪-র বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ব্রাজিল। সেমিফাইনালে ঘরের মাঠেই জার্মানির কাছে লজ্জার হার হয়েছিল ব্রাজিলের। এরপর তৃতীয় স্থান দখলের জন্য নির্ণায়ক ম্য়াচেও হল্য়ান্ডের কাছে ০-৩ গোলে হেরে শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রাজিলকে। সেই বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পরেও কিন্তু জার্মানির বিশ্বকাপ জয় সহজ হয়নি। অনেকটা একার কৃতিত্বে লিওনেল মেসি আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন।

ফাইনালেও শেষ মুহূর্ত পর্যন্ত মেসির দেশ লড়ে যায়। ম্যাচ যখন মনে হচ্ছিল টাইব্রেকারে গড়াবে, তখন জার্মানির বাজিমাত। অতিরিক্ত সময়ের ১১৩ মিনিটে মারিও গোৎজের গোলে জার্মানি চতুর্থ বার বিশ্বকাপ জেতে। ইতালিকে স্পর্শ করে ফেলে জার্মানি। ফাইনালে তুললেও আর্জেন্টিনাকে বিশ্ব চ্য়াম্পিয়ন করার স্বপ্ন মেসির পূরণ হয়নি। ২০১৪ সালের বিশ্বকাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল আর্জেন্টিনাকে। তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছিল নেদারল্যান্ডস ও ব্রাজিল। ২০১৪ সালের বিশ্বকাপে সেরা ফুটবলার হয়েছিলেন লিওনেল মেসি (আর্জেন্টিনা)। সে বার টুর্নামেন্টে সর্বাধিক গোল করেছিলেন জেমস রডরিগেজ(কলম্বিয়া)- ৬ গোল।