Artificial Intelligence: AI-য়ে মার খাবে না এই ক্ষেত্র

Artificial Intelligence: AI-য়ে মার খাবে না এই ক্ষেত্র

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 19, 2023 | 4:44 PM

সম্প্রতি জাপানের কিয়েটোয় এক বৌদ্ধ মন্দিরে এক পুরোহিত রোবটের প্রচলন হয়েছে। মিন্ডার নামক ওই রোবো পুরোহিত তৈরিতে লেগেছে ১০ লক্ষ ডলার। এক দম্পতির বিয়েও দিয়েছে মিন্ডার। তা নিয়ে সমালোচনা, তর্কও হয়েছে। ওই রোবট পুরোহিত সম্পর্কে এক সমীক্ষা চালানো হয়েছে

AI-য়ে মার খাবে না এই ক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রায় প্রতিটি ক্ষেত্রেই ঢুকে পড়েছে। একটি মাত্র ক্ষেত্রই আছে যেখানে খুব একটা প্রভাব ফেলতে পারবে না এ আই। ধার্মিক ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না AI বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি জাপানের কিয়েটোয় এক বৌদ্ধ মন্দিরে এক পুরোহিত রোবটের প্রচলন হয়েছে। মিন্ডার নামক ওই রোবো পুরোহিত তৈরিতে লেগেছে ১০ লক্ষ ডলার। এক দম্পতির বিয়েও দিয়েছে মিন্ডার। তা নিয়ে সমালোচনা, তর্কও হয়েছে। ওই রোবট পুরোহিত সম্পর্কে এক সমীক্ষা চালানো হয়েছে। ৪০০ বছরের প্রাচীন কোডাই-জি মন্দিরে প্রার্থনা করে ওই রোবট। দেখা গেছে যারা মিন্ডারের প্রার্থনা শুনছেন তাঁরা কম অনুদান দিচ্ছেন। ৩৯৮ জনের ওপরে এই সমীক্ষা করা হয়। এই সমীক্ষার ফলাফলে বিশেষজ্ঞদের মত। AI ধর্মীয় ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না। যেখানে মানুষের বিশ্বাস ঈশ্বর ও উপাসনা জড়িত সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নয়। বরং মানুষের ওপরই আস্থা রাখছে মানুষ।