Alipur Zoo News: চিড়িয়াখানায় বাঘ-সিংহের এসি!

মানুষের মতো পশুদেরও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয় না। ভালুক পায় বরফ । ক্যাঙ্গারুদের দেওয়া হয় এয়ার কুলার। বাঘ সিংহকে সরাসরি বরফ দেওয়া যায় না । জল ছড়ানো হয় পাখিদের ওপর। কিন্তু চিড়িয়াখানার অন্যতম মূল স্টার শিম্পাঞ্জি বাবুকে কি এসি দেওয়া হয়েছে?

Alipur Zoo News: চিড়িয়াখানায় বাঘ-সিংহের এসি!
| Edited By: | Updated on: Jun 01, 2023 | 7:48 PM

চিড়িয়াখানার ভালুকের কী কাহিল দশা। আকাশের দিকে মুখ তুলে সূর্যদেবকে যেন বলছে একটু গরম কম করো। ঠিক এরকমই দশা বাঘ সিংহ থেকে শুরু করে হরিণ অন্যান্য সব পশু পাখিরই। আচ্ছা গরম থেকে বাঁচতে মানুষ তো এসিতে থাকে ফ্রিজের জল খায় চিড়িয়াখানায় তাহলে পশু পাখিদের কি সে ব্যবস্থা করা যায় না? তাপস দাস, অধিকর্তা, আলিপুর চিড়িয়াখানা জানালেন মানুষের মতো পশুদেরও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয় না। ভালুক পায় বরফ । ক্যাঙ্গারুদের দেওয়া হয় এয়ার কুলার। বাঘ সিংহকে সরাসরি বরফ দেওয়া যায় না । জল ছড়ানো হয় পাখিদের ওপর। কিন্তু চিড়িয়াখানার অন্যতম মূল স্টার শিম্পাঞ্জি বাবুকে কি এসি দেওয়া হয়েছে? তিনি তো বেরচ্ছেনই না।

Follow Us: