Japanese Airlines: এত ভারী যাত্রী উড়ল না বিমান
ওজনের জন্য খ্যাতি আছে সুমো পালোয়ানদের। সুমো পালোয়ানের ওজন বেশি হওয়ায় উড়তে পারল না বিমান। ঘটনাটি ঘটেছে জাপানে। ৪১ জন সুমো পালোয়ানের যাবার কথা ছিল জাপানের টোকিও থেকেও ওসাকা। সেখানে ওসিমা দ্বীপে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভাগ নিতে যাচ্ছিলেন সুমো পালোয়ানেরা।
ওজনের জন্য খ্যাতি আছে সুমো পালোয়ানদের। সুমো পালোয়ানের ওজন বেশি হওয়ায় উড়তে পারল না বিমান। ঘটনাটি ঘটেছে জাপানে। ৪১ জন সুমো পালোয়ানের যাবার কথা ছিল জাপানের টোকিও থেকেও ওসাকা। সেখানে ওসিমা দ্বীপে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভাগ নিতে যাচ্ছিলেন সুমো পালোয়ানেরা। সুমো পালোয়ানদের নিয়ে চূড়ান্ত বিপাকে পড়ে জাপানে এয়ারলাইন্স।
দেখা যায় সুমো পালোয়ান কুস্তিগীরদের গড় ওজন ২৬৪.৫৫ কেজি। এদিকে জাপানি এয়ারলাইন্সের বিমানের যাত্রী পিছু গড় ওজন পরিবহন ক্ষমতা ১০০ কেজি। দুর্ঘটনার ভয়ে উড়তে পারল না জাপানি এয়ারলাইন্সের ২টি বোয়িং ৭৩৭-৮০০ বিমান। স্থগিত রাখা হয় তাঁদের যাত্রা। পরে বিশেষ বিমানে দুটি দলে ভাগ করে সুমো কুস্তিগীরদের পাঠানো হয়। এক দলে ১৪ অন্য দলে ২৭ জন সুমোকে নিয়ে পাড়ি দেয় বিশেষ বিমান।
Latest Videos