AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar News: আবার পান মশলার বিজ্ঞাপনে অক্ষয়?

Akshay Kumar News: আবার পান মশলার বিজ্ঞাপনে অক্ষয়?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 24, 2023 | 5:00 PM

Share

সামাজিক সচেতনতার কথা বলেন 'মিশন রানিগঞ্জ' তারকা অক্ষয় কুমার। একটি পান মশলার বিজ্ঞাপনে শাহরুখ খান ও অজয় দেবগনের সঙ্গে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল। তা নিয়ে অক্ষয়কে মারাত্মকভাবে ট্রোল হতে হয়।

সামাজিক সচেতনতার কথা বলেন ‘মিশন রানিগঞ্জ’ তারকা অক্ষয় কুমার। একটি পান মশলার বিজ্ঞাপনে শাহরুখ খান ও অজয় দেবগনের সঙ্গে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল। তা নিয়ে অক্ষয়কে মারাত্মকভাবে ট্রোল হতে হয়। সম্প্রতি ওই বিজ্ঞাপনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অক্ষয় জানিয়েছেন বহু দিন আগেই তিনি এই ব্র্যান্ড থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন।

সুতরাং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফেরার কোনও সম্ভাবনাই নেই তাঁর। অক্ষয়ের মতে এই খবর ভুয়ো। বিজ্ঞাপনটি ২০২১ এর ১৩ অক্টোবর শুট হয়। পরের মাস পর্যন্ত এই বিজ্ঞাপনগুলো আইনগত ভাবে বৈধ। তাঁর ভক্তদের শান্ত থাকতে বলছেন অক্ষয়। তিনি বাস্তব সংবাদ পরিবেশনে জোর দেবার কথা বলেছেন।

অক্ষয় বলেছেন তিনি কোনও মতেই তামকজাত দ্রব্যকে সমর্থন করেন না। ভবিষ্যতে এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে এঁর সতর্কতা অবলম্বন করবেন অক্ষয়। তাঁর ফ্যানদের ভালবাসা ও শুভেচ্ছা অনেক বড় জানিয়েছেন অক্ষয়। বর্তমানে মিশন রানিগঞ্জ নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার। এর পরে আসছে তাঁর সিংহম ৩ ।