Alia Bhatt Bollywood Gossips: এক সপ্তাহে দু’বার বিয়ে আলিয়ায়, কেন বললেন করণ?
Bollywood: বক্সঅফিসে রমরমিয়ে চলছে 'রকি অউর রানি কি প্রেম কহানি।' গতকাল, বৃহস্পতিবার এই ছবির ফুল অ্যালবাম রিলিজকে কেন্দ্র করে করণ জোহর বলেছেন, এক সপ্তাহে দু'বার বিয়ে করেছেন আলিয়া। রণবীর কাপুরের সঙ্গে বিয়ে সেরেই চারদিনের মাথায় করণের ছবির জন্য রণবীর সিং-এর গলায় মালা দিতে হয় তাঁকে। মজা করেই এই কথা বলেছেন করণ।
পরাণের সাফ কথা
মাস কয়েক ধরেই বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রটেছে একের পর এক কথা। কখনও রটেছে তিনি হাসপাতালে ভর্তি, আবার কখনও রটেছে তিনি শয্যাশায়ী। যদিও সে সবকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে পরাণের সাফ বক্তব্য, “আসলে কি জানেন তো? বয়স হয়েছে বলে সবাই ধরেই নিয়েছে এ তো অসুস্থ হবেই। আমার গলা মানে সাউন্ডবক্সটা একটু খারাপ হয়েছিল। এখন ভাল আছি।”
অসুস্থ সিরিয়ালের নায়িকা
হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অ্যান মেরি টম। বৃহস্পতিবার রাতে হঠাৎই শরীর খারাপ হয় তাঁর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মূলত ডিহাইড্রেশন হয়েছে নায়িকার। এতটাই বাড়াবাড়ি হয় যে, পরিবারও আর দেরি করেনি। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
মধুমিতার ক্ষোভ
পাহাড়ের কোলে ‘মহাকাল’ লেখা গেরুয়া পোশাক পরে ইনস্টাগ্রামে স্নানের ছবি দিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। কিন্তু সেই ছবিতেও একের পর এক নেতিবাচক মন্তব্য দেখে আর চুপ করে থাকতে পারলেন না তিনি। লিখলেন, “যারা এখানেও যৌনসুখ খুঁজছে, তাদের কিছুই বলার নেই। কথায় বলে, কর্মফল কিন্তু কামড় বসায়।”
আলিয়ার দু’বার বিয়ে!
বক্সঅফিসে রমরমিয়ে চলছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি।’ গতকাল, বৃহস্পতিবার এই ছবির ফুল অ্যালবাম রিলিজকে কেন্দ্র করে করণ জোহর বলেছেন, এক সপ্তাহে দু’বার বিয়ে করেছেন আলিয়া। রণবীর কাপুরের সঙ্গে বিয়ে সেরেই চারদিনের মাথায় করণের ছবির জন্য রণবীর সিং-এর গলায় মালা দিতে হয় তাঁকে। মজা করেই এই কথা বলেছেন করণ।
হেমার প্রতিক্রিয়া
করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শাবানা আজমিকে ৮৭ বছর বয়সে এসে চুমু খেয়েছেন ধর্মেন্দ্র। বলিউডের এখন এটাই বড় খবর। চুমু নিয়ে চারিদিকে যখন হইচই, তখন গোটা বিষয়টা উপভোগ করছেন ধর্মেন্দ্র। আর স্ত্রী হেমা মালিনীর কী প্রতিক্রিয়া? হেমার উত্তর, “আমি এখনও ছবিটা দেখিনি। কিন্তু আমি নিশ্চিত দর্শকের ছবিটি বেশ ভাল লেগেছে। আমি ধরমজি’র জন্য যথেষ্ট খুশি। কারণ ক্যামেরার সামনে থাকতে ওঁর সবসময় ভাল লাগে।”
ফের অসুস্থ ছবি
২০২২ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন টেলিভিশনের জনপ্রিয় মুখ ছবি মিত্তল। সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের অসুস্থ তিনি। ছবি জানিয়েছেন, কস্টোকন্ড্রাইটিস রোগে আক্রান্ত তিনি। এই রোগের কারণেই বুকের কার্টিলেজে আঘাত পেয়েছেন ছবি।
জল না-খেয়েই শুটিং টেলি নায়িকার
সন্তানের জন্ম দেওয়ার পরই বিচ্ছেদ হয় টেলি নায়িকা চারু আসোপার। মেয়েকে মানুষ করার জন্য তাড়াতাড়িই কাজে ফেরেন। তবে ওজন বেড়ে যাওয়ার কারণে পেতে হয় বহু প্রত্যাখান। ওজন কমাতে তাই জল না-খয়েই শুটিং করতেন চারু।
‘প্রেমিক’ নিয়ে অনন্যার দাবি
‘প্রেমিক’ তাঁর চেয়ে বয়সে ১৪ বছরের। কিন্তু তাতে কিছু যায় আসে না অনন্যা পাণ্ডের। তাঁর বক্তব্য, “এসব মোটেই আজকের ঘটনা নয়। অনেক দিন ধরেই হয়ে আসছে। কারও চোখে খারাপ না লাগলেই হল।” তবে তিনি তাঁর সত্যিকারের প্রেমিক নন। আসলে তিনি তাঁর পর্দার প্রেমিক। তাঁর নাম আয়ুষ্মান খুরানা।
ক্যামেরা দেখেই আতঙ্কে
সামনে একঝাঁক ক্যামেরা। দিয়া মির্জাকে দেখেই তাঁরা শুরু করলেন হাঁকডাক। দিয়াও হেসে পোজ দিতে যাবেন, এমন সময়ই ঘটল বিপর্যয়। এক সঙ্গে অত ক্যামেরা দেখে আতঙ্কে মুখ ঢাকলেন নায়িকার সৎ মেয়ে। শুধু তাই নয়, ভয় পেয়ে মুখ লুকোলেন মায়ের পিছনেও। ভিডিয়ো ভাইরাল হতেই পাপারাৎজির উপর খাপ্পা নেটিজেনদের একটা বড় অংশ।