Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt: কেন ছোটবেলায় সকলে তাঁকে ছেলে ভাবতেন? জানিয়েছেন আলিয়া নিজেই

Alia Bhatt: কেন ছোটবেলায় সকলে তাঁকে ছেলে ভাবতেন? জানিয়েছেন আলিয়া নিজেই

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 09, 2024 | 11:47 PM

ছোটবেলার কথা বলেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘আপকা আদালত’-এ এসে তিনি জানিয়েছিলেন ছোটবেলায় আলুর মতো গোল ছিলেন আলিয়া এবং তাঁর প্রিয় খাবারও নাকি ছিল আলু। ফ্রেঞ্চ ফ্রাইজ়! আলিয়া জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁকে সকলে ছেলে ভাবতেন। সকলে তাঁর মা অভিনেত্রী সোনি রাজদানকে বলতেন, “ও মা কী মিষ্টি ছেলেটা।”

বিপত্তিতে বিরাটের রেস্তোরাঁ
বিরাট কোহলির রেস্তোরাঁর নামে এবার অভিযোগ দায়ের। রেস্তোরাঁর নাম One8 Commune। গোটা দেশ জুড়ে তাঁর একাধিক শাখা রয়েছে। এবার বেঙ্গালুরু রেস্তোরাঁয় নিময় ভাঙার জন্য হল FIR দায়ের। রাত দেড়টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকায় স্থানীয় পুলিশে অভিযোগ। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি বিরাট।

এ কী কাণ্ড?
অম্বানিদের প্রিওয়েডিং আসরে একাই হাজির হার্দিক পান্ডেয়া। সঙ্গে থাকলেন না তাঁর স্ত্রী। সেখানেই অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে পোজ় দিয়ে এবার নজরে এলেন ক্রিকেটার। আবারও উষ্কে গেল বিবাহ বিচ্ছেদের জল্পনা। যদিও ছবিকে ভালবাসায় ভরাল ভক্তরা।

ট্রোল্ড ভিকি-তৃপ্তী
ব্যাড নিউজ ছবির নতুন গান জনম মুক্তি পেতেই তা নিয়ে কটাক্ষের বন্যা। এই গানটি সম্পূর্ণ ভাবে তৃপ্তি দিমরি এবং ভিকি কৌশলের রোম্যান্স নির্ভর। যদিও এতটা মাখামাখি একপ্রকার মেনে নিল না নেটিজেনদের একাংশ। নিন্দার ঝড় বয়ে গেল নেটপাড়ায়। হচ্ছে কড়া সমালোচনা।

বাদ সোনাক্ষী?
বোনের বিয়েতে মত ছিল না দাদার। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে সংবাদমাধ্যমে। খোলাখুলি অপছন্দের কথা প্রকাশও করেছেন দাদা। এ বার সরাসরি বোনকে ছেঁটেই ফেললেন পরিবার থেকে? আজ অর্থাৎ মঙ্গলবার শত্রুঘ্ন সিন্‌হা ও পুনম সিন্‌হার বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে বাবা-মায়ের সঙ্গে দুই ভাইয়ের ছবি দিয়েছেন লব। কিন্তু, সেখানে কোথাও বোন সোনাক্ষীর দেখা নেই।

সুদীপার স্বস্তি
সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের। বাংলাদেশের এক কুকারি শো-য়ে গোমাংস রান্না বিতর্কের জেরে তুমুল আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে। ছাড় পায়নি তাঁর পরিবার ও একরত্তি ছেলে আদিদেবও। তবে এত সব বিতর্কের মধ্যে অবশেষে যেন তাঁর জীবনে খানিক শান্তি। আজ অর্থাৎ মঙ্গলবার সুদীপার জীবনে এক বিশেষ দিন। তাঁর ১৫ বছরের বিবাহ-বার্ষিকী। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাই ভালবাসা উজাড় করে এক পোস্ট করেছেন সঞ্চালিকা।

‘সকলে ছেলে ভাবত’
ছোটবেলার কথা বলেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘আপকা আদালত’-এ এসে তিনি জানিয়েছিলেন ছোটবেলায় আলুর মতো গোল ছিলেন আলিয়া এবং তাঁর প্রিয় খাবারও নাকি ছিল আলু। ফ্রেঞ্চ ফ্রাইজ়! আলিয়া জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁকে সকলে ছেলে ভাবতেন। সকলে তাঁর মা অভিনেত্রী সোনি রাজদানকে বলতেন, “ও মা কী মিষ্টি ছেলেটা।”

পিয়াকে নিয়ে পরমের আদুরে পোস্ট
মার্কিন মুলুকে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে রং মেলান্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের। নীল পোশাক পরেছেন দু’জনে। বিষয়টিকে কাকতালীয় বলেছেন পরমব্রত। স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমাদের ম্যানহ্যাটন ঘোরার দিন পিয়া ও আমি নীল পরেছি। লিটল মাস্টারের পোস্টারও দেখলাম। এতগুলো কাকতালীয় বিষয় ঘটলে সেলফি তুলতেই হয়।” এই লিটল মাস্টার লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পোস্টারও পোস্ট করেছেন তিনি।

আয়েশা ‘সিঙ্গল’
তাঁকে নিয়ে গুগলে কী সার্চ হয়, জানতে চেয়েছিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। যা ফলাফল বেরিয়েছে, তার স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী। এবং নিজেই উত্তর দিয়েছেন সব প্রশ্নের। প্রশ্ন করা হয় তাঁর স্বামী কে? উত্তরে আয়েশা বলেছেন, “প্রথম দুটো প্রশ্ন বড়ই চিন্তার বিষয়… বিশ্বাস করুন আপনারা, আমি দায়িত্ব নিয়ে সিঙ্গল।”

মীরাকে কটাক্ষ
মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গীতানুষ্ঠানে এসেছিলেন অভিনেতা শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। কালো লেহেঙ্গায় রুপোলি জড়ির কারুকার্যে সুসজ্জিত মীরার থেকে অনেকে যেমন চোখ ফেরাতেই পারছিলেন না, ঠিক তেমনই, তাঁর অ্যাবস দেখে কুমন্তব্যও করতে ছাড়েননি নিন্দুকেরা। তাঁরা বলেছেন, “মীরা তো নিশ্বাস আটকে ছবি তুলছেন।” কেউ আবার উষ্মা প্রকাশ করে লিখেছেন, “ছবি তোলার সময় একটু নিশ্বাস নাও দয়া করে।”

Published on: Jul 09, 2024 11:44 PM