আলিমের নার্ভের রোগ, ১৬ চাকার গাড়ি চালায় না: আলিমের স্ত্রী
Sandeshkhali: সব মিথ্যা কথা। ফাঁসানোর জন্য সবটা বলা হচ্ছে। এমনটাই দাবি করেছেন আলিম মোল্লার স্ত্রী। শেখ শাহজাহানের সঙ্গে যে আলিম তৃণমূল করতেন, সে কথা স্বীকার করেছেন তিনি। আলিমকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ভোলা ঘোষের দুর্ঘটনায় মূল অভিযোগ উঠেছে আলিম মোল্লার বিরুদ্ধে। অভিযোগ ঘাতক গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। ভোলা ঘোষ দাবি করেছেন, গাড়িতে যে আলিমই ছিল, সে ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। কিন্তু আলিমের স্ত্রীর দাবি তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে।
ঘটনার সময় যে আলিম মাঠে ছিলেন এবং একজনের বাড়িতে চা খাচ্ছিলেন, সেই প্রমাণও আছে বলে দাবি করেছেন আলিমের স্ত্রী।
Latest Videos

